189026

দুনিয়ার কোনও দেশই নোটবন্দির মতো বেপরোয়া সিদ্ধান্ত নেয়নি : মনমোহন

গুজরাট বিধানসভা নির্বাচনের আগে নোট বাতিল বর্ষপূর্তিতে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। জিএসটি নিয়ে গুজরাটের ব্যবসায়ী মহল বেশ অসন্তুষ্ট বলে দাবি কংগ্রেসের। মঙ্গলবার গুজরাটের ব্যবসায়ীদের এক সভায় মঙ্গলবার মনমোহন বলেন, ৮ নভেম্বর দেশের অর্থনীতি ও গণতন্ত্রে একটা কালো দিন। এদিন দেশবাসীর ওপর নোট বাতিলের মতো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছিল।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী বলেন, নগদহীন অর্থনীতি গড়ে তুলতে গিয়ে সরকার নোট বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছিল। এই ক্ষেত্রে নোট বাতিলের মতো পদক্ষেপ কাজে আসে না। দুনিয়ার কোনও দেশ এই ধরনের বেপরোয়া পদক্ষেপ নেয়নি। নোট বাতিলের ফলে দেশের ৮৬ শতাংশ নোটই বাজার থেকে উবে গিয়েছিল।

জিএসটি নিয়েও সরকার এখন বেশ চাপে। জিএসটি লাগুর সিদ্ধান্ত বিজেপির একার নয় বলে কয়েকদিন আগেই সাফাই দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দাবি, এই সিদ্ধান্তে সামিল কংগ্রেস ও বিরোধীদলগুলিও। এনিয়ে বলতে গিয়ে মনমোহন সিং বলেন, জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত দেশের ছোট ব্যবসায়ীদের কোমর ভেঙে দিয়েছে। এর ফলে আর্থিক, সামাজিক সব দিক থেকেই দেশের ক্ষতি হয়েছে। এই সিদ্ধান্ত একটা লুঠ ছাড়া আর কিছুই নয়।

পাঠকের মতামত

Comments are closed.