188923

ব্র্যান্ডেড বিদেশীদের সঙ্গে এবার ভারতীয় সেনায় দেশী সারমেয়

জার্মান শেফার্ড, ল্যাব্রাডর ও গ্রেট সুইস মাউন্টেন কুকুরদের পাশে একটুও বেমানান নয় সে। এই প্রথম ভারতীয় সেনায় জায়গা পেতে চলেছে দেশি হাউন্ড প্রজাতির কুকুর মুধল। এ বছরের শেষেই সম্ভবত সেনায় যোগ দেবে এই কুকুর, পোস্টিং হবে জম্মু কাশ্মীরে।

মীরাটে সেনার রিমাউন্ট ও ভেটেরিনারি কর্পস কেন্দ্রে মুধল প্রজাতির ৬ টি হাউন্ডের প্রশিক্ষণ প্রায় শেষ। কর্নাটক থেকে গত বছর মীরাট এসেছে তারা। সেনা জানিয়েছে, এ ধরনের কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার কোনও অভিজ্ঞতাই ছিল না তাদের। প্রথমে কুকুরগুলিকে আলাদা করে রাখা হয় তাদের কোনও রোগ আছে কিনা দেখতে। তারপর শুরু হয় বশ্যতা সংক্রান্ত প্রাথমিক প্রশিক্ষণ, শেষে যুদ্ধক্ষেত্রের বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষকের সঙ্গে কুকুরের বোঝাপড়া তৈরি করা সবথেকে জরুরি।

ভারতীয় কুকুরদের সেনায় ঢোকানোর সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। এর পিছনে রয়েছে বহু বৈজ্ঞানিক চিন্তাভাবনা।

মুধল অত্যন্ত পরিচিত ভারতীয় হাউন্ড। এর বংশপরিচয় যেমন উচ্চ, তেমন গতি, ক্ষিপ্রতা ও আকারের ক্ষেত্রেও এ কারও থেকে পিছিয়ে নেই।

পাঠকের মতামত

Comments are closed.