188796

তাজমহল কি অতীত হয়ে যাবে? টুইটারে প্রশ্ন অভিনেতার

তাজমহল নিয়ে চলতি বিতর্কে যোগ দিলেন অভিনেতা প্রকাশ রাজ। ট্যুইটারে তাঁর প্রশ্ন, ‘আমাদের ভবিষ্যতে কি বিশ্বের আশ্চর্য তাজমহল অতীত হয়ে যাবে?’ সেইসঙ্গে তাঁর কটাক্ষ, ‘যাঁরা তাজমহলের ভীত খোঁড়া শুরু করেছেন, তাঁরা কবে এটি ভেঙে ফেলতে চাইছেন? তার আগে শেষবার আমাদের সন্তানদের তাজমহল দেখিয়ে আনব।’ জিএসটি নিয়েও কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন প্রকাশ। তাঁর আরও দাবি, নাগরিকদের প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সঙ্গীত সোম দাবি করেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। উত্তরপ্রদেশ সরকার পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দিয়েছিল। গেরুয়া শিবিরের একাংশের আবার দাবি, তাজমহল আসলে শিবমন্দির ছিল। একটি হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা সোমবার তাজমহলে শিবচালিসা পাঠ করেন। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। এই বিতর্কের মধ্যেই বিজেপি-কে আক্রমণ করলেন প্রকাশ।

পাঠকের মতামত

Comments are closed.