188750

জাকির নায়েকের বিরুদ্ধে চার্জশিট চলতি সপ্তাহেই, জানাল এনআইএ

সন্ত্রাসে ফান্ডিং এবং আর্থিক তছরুপের অভিযোগে বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে চলতি সপ্তাহেই চার্জশিট দাখিল করবে এনআইএ।

জাতীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক জানান, জাকিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন। চলতি সপ্তাহেই আদালতে চার্জশিট জমা করা হবে।

গত বছরের জুন মাসে বাংলাদেশে জঙ্গি-হামলায় তার নাম উঠে আসার পরই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে চলে যান জাকির। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস ও আর্থিক তছরুপের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এরপর গত বছরের নভেম্বর মাসে জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও চ্যানেল পিস টিভি-কে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্র। বাতিল করা হয় তাঁর পাসপোর্ট।

সূত্রের খবর, সৌদি আরবের নাগরিকত্ব নিয়েছেন জাকির। তাঁর বিরুদ্ধে অভিযোগ, উস্কানিমূলক মন্তব্য করে এক শ্রেণি মানুষের মনে ঘৃণা ছড়িয়েছেন তিনি। একইসঙ্গে, বিগত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদীদের আর্থিক মদত করে গিয়েছেন জাকির।

যদিও, সব অভিযোগ খারিজ করেন জাকির। তাঁর দাবি, ভারতীয় সংবাদমাধ্যম তাঁর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।

পাঠকের মতামত

Comments are closed.