187921

শতবর্ষীয়া এই মহিলার কপালে গজিয়েছে শিং

পরিবারের সদস্য এবং পড়শিদের চমকে দিয়েছেন ১০১ বছরের ঝাং রুইফাং | না‚ নিজের বয়স দিয়ে নয় | কপালের শিং দিয়ে | শতবর্ষীয়া এই বৃদ্ধার কপালের বাঁ দিকে বেরিয়েছে আস্ত শিং | দেখে মনে হচ্ছে এ বার ডানদিক দিয়েও বেরোবে আর একটি শিং | ঝাং হলেন চিনের হেনান প্রদেশের লিনলৌ গ্রামের শিং-ঠাকুমা |

ঝাং-এর ছেলেরা জানিয়েছেন‚ মায়ের কপালের ত্বক হঠাৎ রুক্ষ হয়ে যায় | অতটা গুরুত্ব দেননি তাঁরা | কিন্তু ক্রমে সেই জায়গায় উদয় হল গোটা একটা শিং | গত এক বছরে তার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৬ সেন্টিমিটার | কপালের ডান দিকেও আর একটি শিং বেরোবার সম্ভাবনা দেখা দিয়েছে | তবে শিং নিয়ে আদৌ বিব্রত নন সাত সন্তানের মা‚ ঝাং | বরং‚ সন্তান-সন্ততি‚ নাতিনাতনি নিয়ে দিব্যি আছেন তিনি |

চিকিৎসকরা বলছেন‚ ঝাং-এর এই শিং হতে পারে Cutaneous Horn | যার প্রধান উপকরণ কেরাটিন | এই একই প্রোটিন মানুষের ত্বক এবং চুলেরও মূল উপকরণ | পশুপাখির দেহে পালক‚ শিং বা উল তৈরির পিছনেও দায়ী এই কেরাটিন |

তবে ঝাং-এর ক্ষেত্রে সত্যি Cutaneous Horn হয়েছে কি না‚ তা নিয়ে কোনও ডাক্তারি পরীক্ষা হয়নি | চিকিৎসা শাস্ত্র বলছে‚ শ্বেতাঙ্গ চামড়ার মানুষ‚ যারা সূর্যালোকে খুব কাজ করে‚ তাদের ক্ষেত্রে এই গঠন দেখা যায় | মূলত ৬০ থেকে ৭০ বছর বয়সীরাই আক্রান্ত হন বেশি | কিন্তু তাই বলে ত্বকে একেবারে শিং-এর জন্ম ! মানুষের ক্ষেত্রে সেটি খুবই বিরল বলে অভিমত চিকিৎসকদের |

সূর্যালোকে ঘোরাঘুরি ছাড়া অন্য কারণেও এই শিং জন্মায় | অস্ত্রোপচার করে বাদ দেওয়া গেলেও তাতে দেহের অভ্যন্তরস্থ কারণ দূর হয় না |

পাঠকের মতামত

Comments are closed.