187554

অন্যধারার ট্যাটুর উদ্দেশ্যে “Tattoo Creed”

বর্তমান দিনে সারা বিশ্বই ট্যাটুর মোহে মোহিত হয়ে আছে বলা চলে। জেন ওয়াইয়ের ফ্যাশনের তালিকাতে ট্যাটু এই মুহুর্তে পহেলা নম্বরে থাকবেই। তবে এই ট্যাটু শুধু বর্তমান দিনেই নয়, প্রাচীন কালেও ছিল ফ্যাশনে। ইতিহাসে তার বহু প্রমান পাওয়া যায়। তাই আজ আপনাদের একটি বিশেষ ট্যাটু স্টুডিওর সন্ধান দিই যেটার সম্পর্কে জানলে এক্ষুনি আপনি চলে আসতে বাধ্য যদি আপনি ট্যাটু লাভার হয়ে থাকেন।

   

Tattoo Creed। ভারতের দক্ষিণ কলকাতা শহরের একটি ট্যাটু স্টুডিও। ট্যাটু স্টুডিওটি খোলা হয়েছে খুব বেশি দিন হয়নি। তবে এর জনপ্রিয়তা বাড়ছে এর কাজের অভিজ্ঞতা এবং ট্যাটুর মানের জন্য। স্টুডিওটির আর্টিস্ট, প্যাট্রিক কার্থাক যিনি প্রায় ১৭ বছরের অভিজ্ঞ ট্যাটু আর্টিস্ট। এই মুহুর্তে তাঁর ট্যাটু বানানোর জন্য লাগে না কোনো রকম স্টেনসিল। তিনি হাতেই ফুটিয়ে তুলতে পারবেন আপনার পছন্দ মত ট্যাটু। প্যাট্রিকের সঙ্গে কথা বলে যানা গেল তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি বলেন, “আমি একজন ইঞ্জিনিয়ার হলেও শিল্পের দিকে একটু বেশিই টান ছিল সেই ছোটো বয়স থেকেই। তাই ট্যাটুকেই বেছে নিলাম আমার সঙ্গী হিসাবে।” প্যাট্রিক শুধুমাত্র ট্যাটুই নয় ঘর সাজানোর অনেক ক্রাফ্টের ডিজাইনও করে থাকেন। এমনকি করে থাকেন টিশার্টের ডিজাইনও।

Tattoo Creed প্রতিষ্ঠা করেছেন সিঞ্চন ঘোষ যিনি অসম্ভব ট্যাটু লাভার এবং সঙ্গে একজন বাইকার, আর্টিস্ট প্রতিষ্ঠাতা হলেন অভিজ্ঞ প্যাট্রিক এবং এঁদের সঙ্গে আছেন আরও অভিজ্ঞ ট্যাটু আর্টিস্টরা।

 

সারা কলকাতার মধ্যে এই ট্যাটু ক্রিড স্টুডিওতে অনকটাই সস্তাতে পেয়ে যেতে পারেন আপনার পছন্দসই ট্যাটু শিল্প। দেখে নিন Tattoo Creed-এর রেট চার্ট।

 

 

 

 

 

কনট্যাক্ট- +919163938119

Email ID- info@tattocreed.in

Facebook page- https://www.facebook.com/tattoocreedbrotherhood/

Website- www.tattoocreed.in

 

 

 

 

 

 

 

পাঠকের মতামত

Comments are closed.