187351

এমা স্টোনের অস্কার মেকআপ আপনিও করতে পারেন

অস্কারের রেড কার্পেটে তারকাদের চোখধাঁধানো বেশ কয়েকটা লুক আপনিও ট্রাই করতে পারেন এর পরের পার্টি কিংবা বিয়েবাড়িতে। রইল গাইডলাইন।
ক্লাসিক ডেট নাইট
রোমান্টিক ডিনারের পরিকল্পনা থাকলে এমা স্টোনের অস্কার লুক মানানসই। তবে মেকআপ শুরু করার আগে ভাল করে মুখ পরিষ্কার করে ফেস মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। গোলাপজল দিয়ে ধুয়ে ফেলুন। ময়েশ্চারাইজার লাগিয়ে বেস মেকআপ শুরু করুন। নিক্স’এর স্টুডিও পারফেক্ট প্রাইমার দিয়ে বেস করতে পারেন। স্কিনটোন অনুযায়ী নিক্স হাই ডেফিনেশন ফাউন্ডেশন ব্যবহার করুন। ল্যাকমে মুনলাইট হাইলাইটার লাগান ব্রো আর্চের উপরে, নাকের ডগায়, কপালে আর ঠোঁটের উপরে। ম্যাক’এর ব্রো স্কাল্প্ট পেন্সিল দিয়ে ভ্রু আঁকতে পারেন। মেবিলিন ন্যুড আই প্যালেটের গোল্ড আর গোল্ডেন ব্রাউনিশ শেড মিশিয়ে আই মেকআপ সারুন। ঠোঁটে ব্রিক রেড শেড ব্যবহার করেছেন এমা স্টোন। আপনার স্কিনটোন অনুযায়ী যে কোনও ব্রিক রেড বা জিঞ্জার শেডের লিপকালার ব্যবহার করতে পারেন। এই লুক’এর সবচেয়ে জরুরি অংশ ব্লাশ। এমা রোজি চিক্‌স রেখেছেন। রিমেলের সফ্ট কালার ব্লাশ ট্রাই করে দেখতে পারেন। চুলে এমার মতো সফ্ট ওয়েভ্‌স করে নিতে পারেন কার্লিং আয়রনের সাহায্য।

পার্টি স্টপার
কোনও পার্টির মধ্যমণি হতে চাইলে অবশ্যই স্কারলেট জোহানসনের অস্কার লুক অনুকরণ করুন। পিক্সি কাট চুল হলে এই রকার-শিক লুক ক্যারি করতে সুবিধা হবে। হার্ড জেল আর হেয়ারস্প্রে দিয়ে চুল স্টাইল করবেন। স্কারলেটের বাকি লুকটা বেশ ছিমছাম। খুব বেশি কনট্যুরিং বা হাইলাইটিং ব্যবহার করেননি তিনি। শুধু আই মেকআপ রেখেছেন শিমারি। লরিয়্যাল কালার রিচ গোল্ড আই প্যালেট ব্যবহার করতে পারেন। আপার আর লোয়ার ক্রিজে আই মেকআপ হয়ে গেলে একটু বাড়তি গোল্ড শ্যাডো ব্যবহার করন চোখের কোণগুলো হাইলাইট করতে। ল্যাকমে অ্যাবসলিউট আর্গন অয়েল লিপকালারের ন্যুড রংটা ব্যবহার করতে পারেন লিপ্‌স’এর জন্য। ম্যাট রং হলেও এগুলোর টেক্সচার একটু শিমারি। পিচ শেডের ব্লাশ ব্যবহার করুন এলএ গার্ল ব্লাশ প্যালেট থেকে। তবে মনে রাখবেন, পারফেক্ট লুক’এর জন্য মেকআপ’এর পাশাপাশি চাই আত্মবিশ্বাসও।

মুভি নাইট
ছিমছাম কিন্তু গ্ল্যামারাস লুক’এর জন্য টিপ্‌স নিন নাওমি হ্যারিসের কাছ থেকে। ন্যুড লিপ্‌স, বোল্ড ব্রো আর ওয়ার্ম বার্গ্যান্ডি আইজ এই লুক’এর হাইলাইট। ফাউন্ডেশনে একটু ডিউই ফিনিশ রাখতে পারেন। ব্রো ডিফাইন করতে নিক্স’এর স্কাল্‌প্ট অ্যান্ড হাইলাইট ব্রো পেন্সিল ব্যবহার করুন। আই মেকআপের জন্য ল্যাকমের ইলিউমিনেটিং আইশ্যাডো রেঞ্জের বার্গ্যান্ডি শেড ব্যবহার করতে পারেন। প্রয়োজনে কপাল আর নাকের উপর নাওমির মতো হাইলাইট করতে পারেন। ঠোঁটের জন্য স্কিনটোন অনুযায়ী ন্যুড শেড বাছুন। চুল ক্যাজুয়ালি খুলে রাখলে এক্সট্রা শাইনের জন্যে সেরাম মাস্ট।

ফরম্যাল ডিনার
কোনও ফরম্যাল ইভেন্টে যেতে হলে এমা রবার্টসের অস্কার লুক পারফেক্ট। ক্লাসিক রেড লিপ্‌স, সফ্ট কার্লস, আর সাট্‌ল আইজ। মেকআপ শুরু করার আগে ভাল করে ক্লিনজিং-টোনিং করে নিন। ক্লিনিকের স্টে ম্যাট অয়েল ফ্রি ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন প্রাইমার লাগানোর পর। যেহেতু পুরো লুকটা ম্যাট, হাইড্রেটিং প্রাইমার বা ফেশিয়াল অয়েল ব্যবহার করা ভাল। কালারএসেন্স’এর পার্ল ফিনিশ আইশ্যাডো পেন্সিল ব্যবহার করতে পারেন। কাজল না লাগিয়ে মাস্কারা বেশি করে লাগান। বেনিফিট রোলার ল্যাশ সুপার কার্লিং অ্যান্ড লিফ্টিং মাস্কারা ব্যবহার করতে পারেন। ঠোঁটের জন্য ম্যাক’এর রুবি উ বা লরিয়্যাল ট্রু রেড স্টার কালেকশনের ফ্রিডা পিন্টো শেডটা ব্যবহার করতে পারেন। চুলে সফ্ট ওয়েভ্‌স করে এক্সট্রা শাইনের জন্য সেরাম বা কোনও ড্রাই অয়েল লাগান।

ফেস্টিভ লুক
বিয়েবাড়ি তো লেগেই থাকে। সেখানে ক্রিসি টেগেনের গোল্ড লুকটা অনায়াসে করতে পারেন। ম্যাক মিনেরালাইজ স্কিন ফিনিশ গ্লোবাল গ্লো ফাউন্ডেশন এই লুক’এর জন্য পারফেক্ট। তবে এই ধরনের ফাউন্ডেশন লাগালে খুব সাবধানে থাকতে হবে। বারবার মুখে হাত দিলে মেকআপ ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মেবিলিন ফিট মি ব্রোঞ্জার দিয়ে ভাল করে কনট্যুরিং করবেন। চোখের জন্য মেকআপ রেভোলিউশনের রিডেম্পশন প্যালেট ব্যবহার করুন। আই আর লিপ মেকআপ হয়ে গেলে এক্সট্রা শাইনের জন্য লরিয়্যাল প্যারিস কালার রিচ গোল্ড অবসেশন লিপকালার ব্যবহার করুন। ঠোঁটের মাঝামাঝি আর চোখের কোণে এই লিপকালার অল্প করে লাগান হাইলাইট করার জন্য। চুলে ক্যাজুয়াল পনিটেল বা আলগা খোঁপা করে নিতে পারেন।

পাঠকের মতামত

Comments are closed.