186441

গলব্লাডার ক্যানসারের লক্ষণগুলি জেনে নিন

গলব্লাডার ক্যানসার হল এমন এক ধরণের ক্যানসার যা গলব্লাডারে হয়। আমাদের লিভারের নিচের একটি ছোট্ট অঙ্গ এই গলব্লাডার। গলব্লাডার ক্যানসার খুবই বিরল ধরণের ক্যানসার। গলব্লাডার ক্যানসার হওয়ার আগে তেমন কোনও লক্ষণ কিংবা উপসর্গ দেখা যায় না। বলা হয়, প্রথম স্টেজে ধরা পড়লে এর চিকিত্‌সা করা সহজ হয়।
গলব্লাডার ক্যানসারের কিছু সাধারণ লক্ষণগুলি জেনে রাখুন-

১) তলপেটে যন্ত্রণা।

২) গ্যাসের সমস্যা।

৩) পেটের মধ্যে ফোলা বা ডেলা বাঁধা।

৪) দূর্বলতা।

৫) ক্ষুধামান্দ্য।

৬) ওজন কমে যাওয়া।

৭) জন্ডিস।

৮) মাথা ঘোরা।

৯) বমি বমি ভাব।

১০) জ্বর।

১১) চুলকানি।

১২) অস্বাভাবিক প্রস্রাব

পাঠকের মতামত

Comments are closed.