186382

এই প্রাণীটি জোঁক। এর সম্পর্কে এই তথ্যগুলি শুনলে মাথা ভোঁ-ভোঁ করবে!

জোঁক! শুনলেই ভয়ে চার হাত লাফিয়ে ওঠার আগে একটি তথ্য জেনে রাখুন। এই প্রাণীটি আমাদের থেকে শতযোজন এগিয়ে। রক্ত শুষে খাওয়ায় নয়। অন্যখানে…

এবার একটু প্রসঙ্গান্তরে যাওয়া যাক। যদি প্রশ্ন করা হয়, আপনার ক’টি ব্রেন বা মগজ? উত্তর, একটিই। এবং ধরেই নেওয়া যায়, সেটি বেশ ধারালো।
এমন একটি ধারালো মগজের জন্য অভিনন্দন আপনাকে।

এবার জানিয়ে রাখা যাক, যে জোঁকের প্রতি এত রাগ, তার ৩২টি ব্রেন! আজ্ঞে হ্যাঁ, চমকে যাবেন না। কারণ এর পরে আরও রয়েছে।

জোঁকের ৫ জোড়া, অর্থাৎ ১০টি চোখ এবং ৩০০টি দাঁত!

এবারে একটু বিজ্ঞান ফাঁস করে দেওয়া যাক। জোঁকের ব্রেন আসলে একটিই। কিন্তু সেটি ৩২টি গ্যাংগলিয়া দিয়ে তৈরি। কার্যক্ষেত্রে যা ৩২টি ব্রেনেরই সামিল!
এবার থেকে নিশ্চয়ই আরও একটু সতর্ক থাকবেন?

পাঠকের মতামত

Comments are closed.