186036

ভ্রান্তিবিলাস!! বিজ্ঞানের অবাক আবিষ্কার, এমন জুতো যা পায়ে থেকেও নেই। মিলছে নামমাত্র দামে

এই আছে অথচ এই নেই! এমন জুতো, যা পরলেও দেখা যাবে না। মনে হবে খালি পায়ে হাঁটছেন। ভাবছেন, এ আবার কী! কিন্তু অবাক লাগলেও এমন ঘটনা ঘটতেই পারে। আর যদি ঘটে, তার নেপথ্যে থাকবে ‘নেকফিট’ নামের এক সংস্থা।

হ্যাঁ, সম্প্রতি অবাক করা এক ধরনের জুতো বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে নেকফিট। এমন জুতো, যা পরলেও দেখা যাবে না। মনে হবে খালি পায়ে হাঁটছেন। আরও মজার ব্যাপার হল, এটা পরে চলার সময়ে উত্তপ্ত বালিই হোক কিংবা ধুলোময় রাস্তা— কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ বিশেষ পদ্ধতিতে এই জুতো বানিয়েছে ‘নেকফিট’। জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।

ছবিতে দেখেই বুঝতে পারছেন জুতোটির গঠন কেমন। দেখতে একেবারে জুতোর সোলের মতো। কালো, গোলাপী, নীল যেমনটাই চাই, মনপসন্দ রঙও পেয়ে যাবেন। জানা গিয়েছে, এই সোলগুলি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এগুলো কাটপ্রুফও।

এবার আসা যাক, দামের কথায়। বিদেশের মাটিতে জুতোটির দাম পড়ছে ২৬ ইউরো। তবে ভারতেও এই জুতো আপনি পাবেন। অ্যামাজন-এ ২৫০ টাকা থেকে শুরু হচ্ছে ‘স্টিক অন সোলস’-এর দাম।

পাঠকের মতামত

Comments are closed.