185858

‘প্রজেক্ট শক্তি’ বাস্তবায়নে মিস ইন্ডিয়া মানুসি চিল্লার

জামাল হোসেন: মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৭ মুকুট জয়ী, ২০ বছর বয়সী হারিয়ানার মেডিকেলের ছাত্রী মানুসি চিল্লার। ভারতের জন্য মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতার দিকে এখন তিনি সম্পূর্ণ মনোনিবেশ করছেন। কিন্তু তার জীবনের মূল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। তিনি জীবনের উদ্দেশ্য ঠিক করতে চান মানুষের মাঝে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে।

ফোনে কথোপকথনে চিল্লার বলেন, “আমাদের দেশে এবং সারা পৃথিবীতে দরিদ্র মাসিক ব্যবস্থাপনা সবসময়ই আমাকে কষ্ট দিয়ে আসছে,……এই কারণে আমি আমার উদ্দেশ্যকে বাস্তবায়নে এগিয়ে যাব”।

তিনি আরও বলেন, “আমি মনে করি প্রত্যেক মহিলার জন্য এটি একটি মৌলিক বিষয়। আমি ‘শক্তি’ নামে একটি প্রজেক্ট শুরু করেছি এবং এর মাধ্যমে আমি মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে নারীদের শিক্ষিত করে তোলার চেষ্টা করছি। কারণ আমি সত্যি তাদের জন্য এমনটা অনুভব করি”।

রবিবার রাতে মুম্বাইয়ের ইয়াশ রাজ স্টুডিওতে ৫৪তম ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৭-এ মানুসি চিল্লারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রথম রানার আপ হয়েছেন জম্মু ও কাশ্মীরের সানা দুয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন বিহারের প্রিয়াঙ্কা কুমারী।

তিনি দিল্লিতে সেন্ট থমাস স্কুল এবং সোনাপাটের ভাগাত ফুল সিং সরকারি মেডিক্যাল মহিলা কলেজে অধ্যয়ন করছেন।

তিনি নাচ, গান, কবিতা এবং পেইন্টিং করতে পছন্দ করেন। চিল্লার একটি মাত্র নীতিবাক্যে বিশ্বাস করেন তা হল, “আকাশ হচ্ছে সীমা। আমরা সীমাহীন এবং আমাদের স্বপ্নও, আমাদের কখনো নিজেদের উপর সন্দেহ করা উচিত নয়।”

বর্তমানে তাঁর একমাত্র লক্ষ্য মিস ওয়ার্ল্ড পেইজেন্টে প্রতিদ্বন্দ্বিতার দিকে। ভারতের হয়ে ২০০০ সালে এই খেতাব পান প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও অতীতে এই শিরোপা জিতেছেন অন্যতম ভারতীয় রিতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বরিয়া রায় (১৯৯৪), ডায়ানা হেডেন (১৯৯৭) এবং ইউকতা মুখি (১৯৯৯)।

পাঠকের মতামত

Comments are closed.