185814

সৌদি পণ্যকে ‘না’ বলল কাতারিরা

জামাল হোসেন: সম্প্রতি কাতারের উপর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্চের কয়েকটি দেশ নিসেধজ্ঞা আরপ করার পর সৌদি এবং কাতারের একমাত্র ভূখণ্ড সীমানা বন্ধ করে দেয়া হয়। এর ফলে দেশটির সুপারমার্কেটগুলোতে পণ্য সরবরাহের সমস্যা দেখা দেয়।

কাতারের সুপারমার্কেটগুলো ‘আল মারাই’ থেকে পণ্য সংগ্রহ করে। এটি সৌদি আরবের একটি দুগ্ধজাত কোম্পানী এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড়। কাতার সঙ্কটের কারণে প্রায় ৮০ শতাংশ খাদ্যজাত পণ্য আমদানিতে সমস্যার সৃষ্টি হয়েছে।

কিন্তু তুরস্ক ও ইরান এই সমস্যা থেকে পরিত্রানের জন্য কাতারকে খাদ্যজাত পণ্য দিয়ে এখানকার মুদি দোকানগুলো পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছে।
দোহায় আল মিরা মুদি দোকানের বিক্রেতা রঞ্জিত কুমার পুলামি বলেন, “কাতারের লোকেরা দোকানে এসে আমাকে জিজ্ঞেস করে যে পণ্যগুলি কোথা থেকে এসেছে। যদি আমি সৌদি বা দুবাই থেকে আসেছে বলি তবে তারা সেই পণ্য নিতে অস্বীকৃতি জানায়”।

“আমি এই সকল দেশের পণ্য ক্রয় করি না” জানালেন ফাহাদ জাসিম আল তেমেমী। অনেক ক্রেতা ঐ সকল দেশ থেকে আসা পণ্যগুলি বর্জন করে কাতারের সাথে একত্বতা প্রকাশ করছে।

রেষ্টুরেন্ট শ্রমিকরা বলেন যে সৌদি ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা খাবারের সামগ্রী তাদের মজুত থেকে সরিয়ে ফেলা হয়েছে। সুপারমার্কেটের মধ্যে, আল মারাই পণ্যগুলি মূল্য ছাড় দিয়ে বিক্রয় করে শেষ করার চেষ্টা চলছে। যে সকল ব্যবসায়ীরা আলমারি পণ্য মজুত করেছিলেন তারা এইটি তাড়াতাড়ি বিক্রি করে দেয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন।

২৪ বছর বয়স্ক মোহাম্মদের পরিবারের ফ্রিজে তিন সপ্তাহ ধরে একটি স্ট্রবেরি দুধের বোতল পড়ে আছে, নীরব প্রতিবাদের প্রতীক হয়ে। তার মা তাকে যখন ডিস্কাউন্টে দেয়া আল মারাইয়ের দুধ কিনে আনতে বললেন তখন সে তার মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে জানিয়ে দেন তার প্রতিবাদের কথা।

একজন সিরিয়ান ছাত্রী শায়মা আলখেলানি দোহায় আল মিরা মুদি দোকানে কেনাকাটার সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের পণ্যগুলি কথা উল্লেখ করে বলেন “আমি তাদের পণ্যগুলো এড়িয়ে চলি”। সে আরও বলে “এই সকল পণ্যের প্রতি আমার কোন আগ্রহ নাই কারণ আপনারা দেখছেন যে তারা কি বলছে আর কি করছে। যদি আপনি এই পণ্য কিনেন তবে আপনি নিজে নিজে খুব খারাপ বোধ করবেন”।

আর এক কাতারি হেসা বলেন, “এটা সত্যিই একমাত্র উপায় তাদের পণ্যকে ফিরিয়ে দিয়ে প্রতিবাদ করার”। তিনি আরও বলেন, “আমরা এর থেকে বেশি কিছু করতে পারিনা, আমরা রাস্তায় নেমে যেতে পারিনা। আমরা কোন আবেদনপত্র লিখতে পারি না। আমরা একমাত্র এভাবেই প্রতিবাদ করতে পারি”।

পাঠকের মতামত

Comments are closed.