185617

পলিআর্থারাইটিসের লক্ষণ ও কারণগুলি জেনে নিন

পলিআর্থারাইটিসের অন্যতম কারণ হল চিকুনগুনিয়া । চিকুনগুনিয়ার জ্বরের প্রভাবে হতে পারে পলিআর্থারাইটিস । ফলে সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে এই রোগ। এছাড়া, কিছু ভাইরাল ইনফেকশনের কারণেও এই অসুখ হতে পারে।

পলিআর্থারাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বরও দেখা দেয়।

কীভাবে চিকিত্‌সা করবেন পলিআর্থারাইটিসের?

যদিও পলিআর্থারাইটিসের সঠিক কোনও চিকিত্‌সা নেই। পলিআর্থারাইটিসের অন্যান্য লক্ষণগুলির চিকিত্‌সার মাধ্যমেই এর চিকিত্‌সা হয়।

পলিআর্থারাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর জন্য ব্যাথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়া, গরম শেঁকও ব্যাথা যন্ত্রণা কমাতে সাহায্য করে।

পাঠকের মতামত

Comments are closed.