185586

সচেতনতার অভাবই ডেকে আনছে ক্যানসার

প্রশান্ত মান্না: বিশিষ্ট্য চিকিৎসক তথা সাহিত্যিক শান্তুনু বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুপারি, খৈনি, গুটখা, জরদা এবং ধূমপানের থেকেও মারাত্মক নেশা সুপারি কিলার। এই নেশাটি একটু একটু করে ক্যানসারের মতো মারণ রোগ থাবা বসাচ্ছে শরীরের মধ্যে।

সিগারেটপ যে ক্যান্সারের অন্যতম কারণ একথা সবাই জানে। আর যদি নাই থাকে তাহলে সিগারেটের প্যাকেট দেখলেই জানতে পারবেন। কারন সেখানে বড় বড় করে লেখা থাকে এবং ছবিও দেওয়া থাকে। সরকার ধূমপান আটকাতে সিগারেটের দামও বাড়িয়ে দিয়েছে। ফলে এই ব্যয় সাপেক্ষ নেশা থেকে অনেকেই সরে এসেছেন। কিন্তু মানুষ হল সৃষ্টিশীল জীব। নেশার জন্য তারা নতুন গন্তব্যস্থল খুঁজে বের করে নেবেই। আর এই বিকল্প পথে শরীরে বাসা বাঁধছে ক্যানসার।

সিগারেট বিড়ির অন্যতম উপাদান হল নিকোটিন। যা রক্তের মাধ্যমে শরীরে প্রবাহিত হয়ে মানুষের শরীরকে উত্তেজনা যোগায়। এই উত্তেজনা কমতে শুরু করলে আবার মানুষ নেশার তাগিদ অনুভব করে। সাধারনত ধূমপানের ফলে যে ধরনের ক্যান্সার হয়ে থাকে তা হলে গলবিল ও স্বরযন্ত্রের ক্যানসার, লাং ক্যানসার ও খাদ্য নালির ক্যানসার। ক্যানসারের এই মাধ্যম গুলিই জীবন বিকাশকারী বলে পরিচিত। এদের চিকিৎসাও তেমন ফলপ্রশু নয়। তবে ইদানিং সিগারেট নিয়ে বিভিন্ন মহলে কিছু সচেতনতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি টেলিভিশন, রোড শো ও সিনেমার মাধ্যমে সতর্কবাণী প্রচার করা হচ্ছে। যার ফল কিছু হলেও পাওয়া যাচ্ছে।

কিন্তু নেশার তাগিদ রয়েই যাচ্ছে। আর সেই তাগিদেই মানুষ খুঁজছে নতুন নেশা। বিকল্প হিসাবে মানুষ বেছে নিচ্ছে সুপারি. জরদা, খৈনি,গুটখার মত নেশা। যা সহজেই কম দামে রাস্তাতেই পাওয়া যাচ্ছে। জরদার সঙ্গে সুগন্ধি মিশিয়ে আরও মানুষকে আকর্ষণ করা হচ্ছে। সুন্দর প্যাকেজিং করে বড় বড় তারকাদের দিয়ে এর প্রচার করা হচ্ছে।

কিন্তু সবার অলক্ষ্যই এই ছোট খাটো জিনিস গুলি নিজের কাজ শুরু করে দিচ্ছে। সিগারেটেরও মতোই কিলার সুপারির মধ্যেও রয়েছে নানা ধরনের উপাদান। আর এই উপাদান গুলি ক্যানসারের মতো রোগের জীবাণু গুলিকে শরীরে বাসা বাঁধতে সাহায্য করছে। আর এই কারনেই ওরাল ক্যানসারের হার আজও ক্রমবর্ধমান।

পাঠকের মতামত

Comments are closed.