185434

হঠাৎ কমলা দুবাই লেকের পানি

নূসরাত জাহান: দুবাইয়ের একটি লেকের পানি হঠাৎ করেই কমলা রং হয়ে যায়। পানির রং পরিবর্তনে রকারণ তখনও জানা যায়নি। শুক্রবার কর্তৃপক্ষ জানায়, তারা পানির রং পরির্তনের কারণ ধরতে পেরেছে। এরই মধ্যে লেকের পানিও পরিস্থার করা হয়েছে। বেনটোনাইট নামের একটি রাসায়নিকের কারণে লেকের পানি কমলা রংয়ের হয়ে গিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এ রাসায়নিক শুধু পানির রংই পরিবর্তন করে না এটা মানুষের শরীর ও পরিবেশনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

দুবাইয়ের কারন আল সাবকাহ কনস্ট্রাকশন সাইট থেকে বেটোনাইট রাসায়নিক এই লেকার পানিতে মিশেছে বলে ধারণা করা হচ্ছে। দুবাই পৌরসভা জানিয়েছে, বৃহস্পতিবার লেকের কমলা পানি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।

শুক্রবার সকাল হতে হতে কমলা রং ধূসর বাদামি হয়ে পায়। এই পানি লেকের দেড় কিলোমিটার ছড়িয়ে পড়ে। তবে পানি থেকে উৎকট কোনো গন্ধ পাওয়া যায়নি।

দুবাই পৌরসভার পরিবেশ ও জনস্বাস্থ্য সার্ভিসের সহকারী মহাপরিচালক তালিব জুলফার বলেন, লেকের কাছে থাকা কনস্ট্রাকশন সাইটের কারণেই হয়তো পানির রং পরিবর্তন হয়েছে। মাটি শক্ত করতে হয়তো তারা কোনো রাসায়নিক ব্যবহার করছে। সেটাই হয়তো লেকের পানিতে এসে পড়েছে। এখন পর্যন্ত শুধুই রং পরিবর্তন হয়েছে। পানিতে অন্য কোনো ধরনের প্রভাব পড়েনি। এরই মধ্যে লেকের পানি পরিষ্কার করা হয়েছে।

মাস খানেক আগে দুবাইয়ের জুমেইরাহ সমুদ্র সৈকতের পানির রং পরিবর্তন হয়েগিয়েছিল। পরে জানা যায়, সামুদ্রিক এক ব্যাকটেরিয়ার কারণে পানির রং পরিবর্তন হয়ে গেছে। অল্প কয়েকদিনের মধ্যেই এটি পরিষ্কার করা হয়। সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.