185488

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, কাল ঈদ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল ঈদুল ফিতর। ঈদ মুবারক। এক মাস সিয়াম সাধানার পর সারাদেশের মুসলমানরা আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপন করবেন। জাতীয় ঈদগাহ সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামায়াতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রিয়জনের সান্নিধ্যে ঈদ করতে শহর থেকে বাড়ি ফিরেছেন লাখ লাখ পরিবার। যাত্রাপথের সকল বিড়ম্বনা সহ্য করে তারা এখন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন।
অবশ্য ঈদের চাঁদ একদিন আগেই দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্য সহ অনেক মুসলিম দেশে রোববারই ঈদুল ফিতর উদযাপিত হয়। এর সঙ্গে মিল রেখে বাংলদেশের অন্তত শতাধিক গ্রামে ঈদ উদযাপিত হয়েছে। এক চাঁদ এক ঈদ এ আহবানে একই দিন ঈদ করলেও চাঁদ দেখে রোজা রাখ, চাঁদ দেখে ঈদ উদযাপন করার বাধ্যবাধকতায় কালই ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশে। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দখো কমটিরি উদ্যোগে ইসলামকি ফাউন্ডশেন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠতি সভা হতে বাংলাদেশের ্আকাশে চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ওই সভায় সভাপতত্বি করনে র্ধমমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

পাঠকের মতামত

Comments are closed.