185339

পাকিস্তানি আর্মির স্ত্রী আলিয়া ভাট

জামাল হোসেন: বলিউড ছবিতে অল্প সময়ে নাম করা ছোট্ট মেয়ে আলিয়া ভাট। ভাট পরিবারের আর এক উজ্জ্বল নক্ষত্র। প্রথম ছবি ‘সাংঘারস’ দিয়ে শুরু দ্বিতীয় ছবি ‘স্টুডেন্ট অফ দি ইয়ার’ দিয়ে পুরষ্কার হাতে পাওয়া। আলিয়া তার সর্বশেষ ছবি ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ এর পর মেঘনা গুলজারের পরিচালনায় ‘রাজি’ ছবিতে অভিনয় করবেন যেখানে তাকে এক পাকিস্তানি আর্মির স্ত্রীর চরিত্রে দেখা যাবে। মেঘনা গুলজার ২০১৫ সালে ‘তলওয়াড়’ ছবি পরিচালনার পর এটি তার পরবর্তী ছবি। হারিন্দার শেখারের ‘কলিং সেহমাত’ উপন্যাসের গল্প থেকে ‘রাজি’ ছবিটি প্রযোজনা করেছেন জাঙ্গাল পিকচার্স এবং ধারমা প্রডাকশান।

ছবিতে আলিয়া কাশ্মীরি মেয়ের ভুমিকায় ১৯৭১ সালের পাক-ভারত যুদ্ধের সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার অমূল্য তথ্য সরবরাহ করে দক্ষতার সাথে সীমান্তে সেনা কর্মকর্তার সাথে বিয়ে করে অনেক সৈন্যের জীবন রক্ষা করে। ছবিটি জুলাই থেকে পাঞ্জাব, কাশ্মীর এবং মুম্বাইয়ের কিছু অংশে শুটিং করা হবে।

মেঘনা বলেন, “আমি একটি নতুন স্থানে নতুন কিছু করার চেষ্টা করছি, ৭০-এ ভারত পাকিস্তানের বাস্তব অবস্থা তুলে ধরার চেষ্টা করছি”।

জঙ্গল পিকচার্সের সভাপতি প্রীতি শাহানী বলেন, “আমরা দলবল সহ গল্পটি বলার জন্য খুব উত্তেজিত ছিলাম। প্রথমবারের মতো দক্ষ ও অভিজ্ঞ ডিরেক্টর করণ জোহর আমাদের সহযোগিতা করছে। আলিয়া করণ জোহরের প্রতিটি চলচ্চিত্রে তার অভিনয়ের দক্ষতা প্রদর্শন করেছে এবং শুরু থেকে আলিয়াকে আমরা আমাদের সহযোগী হিসেবে পেয়েছি”।
ছবির নাম ‘রাজি’ এসেছে উপন্যাস ‘কলিং সেহমাত’ থেকে। এখানে সেহমাত মানে হল রাজি।

পাঠকের মতামত

Comments are closed.