185292

গাড়িতে ‘পোষা’ সিংহী , আতঙ্ক করাচির রাজপথে (ভিডিও)

রাস্তাঘাটে পোষা প্রাণীকে নিয়ে ঘোরাফেরার ঘটনায় তো নতুনত্ব কিছু নেই। পথচারীদের কেউ কেউ তো অনেক সময় অন্যের পোষ্যকে একটু আদর করেও চলে যান। কিন্তু এবার পাকিস্তানে পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। পোষ্য অবশ্য কুকুর বা বেড়াল নয়। একটা সিংহী।পিক আপ ভ্যানের পিছনে পোষ্যকে চাপিয়ে করাচির রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। আচমকা রাস্তায় গাড়ির পিছনে সিংহীকে বসে হাওয়া খেতে দেখে তো রাস্তার লোকজনের আত্মরাম খাঁচাছাড়া হওয়ার যোগাড়। থমকে গেল গাড়ির চলাচলও। রাস্তার ধারে নিরাপদ দূরত্বে তখন মানুষের জটলা। কেউ কেউ ছবিও তুললেন। সেই ছবি ও ভিডিও এখন ভাইরাল হয়ে গিয়েছে।
পাক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সাকলিন জাভেদ নামে ওই পোষ্যের মালিককে তিনি পশু ব্যবসায়ী। সিংহীকে প্রতিষেধক টিকা দিয়ে তিনি ফিরছিলেন।

তাঁর ওই সিংহীকে খোলা গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অনেকেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তাঁকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ২০ হাজার টাকার বিনিময়ে জামিন পেয়ে যান তিনি। করাচি পুলিশ জানিয়েছে, সাকলিনের চিড়িয়াখানার লাইসেন্স রয়েছে। কিন্তু প্রকাশ্যে পশু নিয়ে ঘোরাফেরার অধিকার তাঁর নেই। কাজেই আইন ভাঙায় তাঁকে গ্রেফতার করা হয়।

https://www.youtube.com/watch?v=4JXhjuaMrnU

পাঠকের মতামত

Comments are closed.