184513

এক রাতের মধ্যেই পৃথিবীর বুকে জেগে ওঠে এই আইল্যান্ডটি

২০১৩ সালে পাকিস্তানি উপকূলে এক রাতের মধ্যে জেগে ওঠে এই আইল্যান্ড।

কিন্তু প্রশ্ন হল এক রাতের মধ্যে কিভাবে একটা আইল্যান্ড তৈরী হতে পারে?

বিজ্ঞানীরা আবিষ্কার করেন আইল্যান্ডটি আসলে একটি কাদা উৎপন্নকারী আগ্নেয়গিরির দ্বারা তৈরী হয়েছে। হঠাৎ করে প্রচুর পরিমানে মিথেন গ্যাস নির্গত হওয়ার ফলে ভূ-গর্ভস্থ কাদা পৃথিবী পৃষ্ঠে এসে জমা হয়ে আইল্যান্ডের আকার ধারণ করে।

যদিও এই আইল্যান্ডটি দীর্ঘস্থায়ী হয়নি।এক বছর আগে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা সেখানে পৌঁছালে দেখেন আইল্যান্ডটি প্রায় অবলুপ্ত।

আইল্যান্ডটির এই হঠাৎ করে জেগে ওঠা আবার হঠাৎ করে অবলুপ্ত হওয়াই প্রমাণ করে আমাদের পৃথিবী কতটা প্রগতিশীল।

পাঠকের মতামত

Comments are closed.