183594

আত্মপ্রকাশ করল বিশ্বের সবচেয়ে বড় বিমান

জামাল হোসেন: বিমানের আকার নিয়ে অনেক গবেষণা চলে আসছিলো। সকল জল্পনা কল্পনার অবসান করে আত্মপ্রকাশ করল বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। এর ডানা ৩৮৫ ফুল লম্বা যা একটি বড় ফুটবল মাঠের চেয়েও বড়। ৫০ ফুট উঁচু বিমানটিতে ২৮ টি চাকা ও ৬ টি ৭৪৭ জেট বিমানের ইঞ্জিন আছে। জ্বালানি তেল ছাড়া উড়োজাহাজটির ডানার ওজন ৫,০০,০০০ পাউন্ডস। সমস্ত উড়োজাহাজটির ওজন প্রায় ১.৩ মিলিয়ন পাউন্ড।

নিঃসন্দেহে এটি বিশ্বের বৃহত্তম বিমান। ‘স্ট্রেটোলঞ্চ’ নামের উড়োজাহাজটি বুধবার প্রথমবারের মত হ্যাঙ্গার থেকে বের করা হয়। পোল অ্যালেন – মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং সিয়াটেল সিহাওয়েকসের মালিক – ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিমানটি নির্মাণ করছেন।

এটিকে মহাকাশে রকেট বহন করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হবে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, অ্যালেনের স্ট্রেটোলঞ্চ কোম্পানী ওরবিটাল এটিকে-এর সাথে মিলে পেগাসাস এক্সেলের ১০০০ পাউন্ড ওজনের ক্ষুদ্র ক্ষুদ্র উপগ্রহ পরিবাহনের ক্ষমতা সম্পন্ন একটি রকেটকে “এয়ার লঞ্চ” করবেন।

কোম্পানিটি মনে করে যে বিমানের মাধ্যমে মহাকাশে রকেট উৎক্ষেপণে খরচ অনেক কম হবে এবং এটি অনেক কার্যকর হবে সহজে উপগ্রহটিকে মহাকাশে পাঠাতে। স্ট্রেটোলঞ্চের প্রধান নির্বাহী জিন ফ্লয়েডের বলেন, “আসন্ন সপ্তাহ এবং মাস ধরে, আমরা সক্রিয়ভাবে মোজাভ এয়ার এবং স্পেস পোর্ট এর স্থলভাগ এবং ফ্লাইটলাইন পরীক্ষার করবো। এটি একটি প্রথম শ্রেণীর বিমান, তাই আমরা এর সকল বিষয় নিয়ে ভালো ভাবে অধ্যবসায় ও পরীক্ষা নিরীক্ষা চালু করেছি এবং আমাদের পাইলট, ক্রু এবং কর্মীদের নিরাপত্তা বিষয়কে অগ্রাধিকার দিয়েছি। ২০১৯ সালের প্রথম দিকে ‘স্ট্রেটোলঞ্চ’ প্রথমবারের মত তার যাত্রা শুরু করবে”।

পাঠকের মতামত

Comments are closed.