183085

দুটি গ্রহের মিলনের ফল পৃথিবী : গবেষণা

প্রশান্ত মান্না: এ এক চাঞ্চল্যকরা তথ্য। এক মুহুর্তে বদলে যেতে পারে এতদিনের আবিষ্কৃত সমস্ত তথ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যা। এবার নতুন করে লেখা হবে বিজ্ঞান। কোনো একটি গ্রহ বা গ্রহের অনু নয়। পৃথিবী সৃষ্টি হয়েছিল দুটি গ্রহের ধাক্কায়। অর্থাৎ দুই গ্রহের মিলনেই সৃষ্টি হয় পৃথিবী। কথাগুলি শুনতে অবাক লাগছে হয়ত। কিন্তু এমনই সব তথ্য উঠে এসেছে তাবড় বিজ্ঞানীদের গবেষণাতে।

আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীরা কি বলছেন?
পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছিল তা নিয়ে দীর্ঘ গবেষণা চালানোর পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠো এসেছে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের হাতে। আর সেই গবেষণাতেই দেখা গেছে আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে দুটি গ্রহের তীব্র সংঘর্ষ হয়। এই তীব্র সংঘর্ষ হওয়ার ফলে দুটি গ্রহ একসঙ্গে জুড়ে যায়। গবেষণায় উঠে এসেছে পৃথিবী নামক গ্রহটির সঙ্গে তীব্র সংঘর্ষ হয় “থিও” নামের গ্রহটির। সংঘর্ষের সময় পৃথিবীর বয়স ছিল ১০ কোটি বছর। আর দুটি গ্রহের মিলনে যেটি সৃষ্টি হয়েছে সেখানেই আমরা বসবাস করছি।

গবেষকরা গবেষণায় চন্দ্র অভিযানে গিয়ে পাওয়া চাঁদের মাটি এবং হাওয়াই অ্যারিজোনায় পাওয়া আগ্নেওশিলা মিলিয়ে চমকে যান। তাঁরা দেখেন দুটি পাথরের অক্সিজেন আইসোটোপে কোনো পার্থক্য নেই। এই গবেষক দলের প্রধান, এডওয়ার্ড ইয়ংয়ের মতে, চাঁদের মাটি এবং পৃথিবীর মাটির অক্সিজেন আইসোটোপে কোনো পার্থক্য পাওয়া যায়নি। আমাদের মনে হচ্ছে যে “থিও” নামক গ্রহটি তখনও পরিণত হচ্ছিল। ঠিক সোই সময়েই ধাক্কাটি লাগে এবং সৃষ্টি হয় আমাদের সুন্দর পৃথিবী।

পাঠকের মতামত

Comments are closed.