183107

জেরুজালেম যে কারণে ইসরায়েলের রাজধানী নয়

নূসরাত জাহান: ১৯৬৭ সালে যুদ্ধ শেষে এই দিনে অর্থাৎ ২৬ মে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। সিরিয়া, মিসর ও জর্দানের সঙ্গে ওই যুদ্ধ হয়েছিল ইসরায়েলের। যদিও মূল প্রতিপক্ষ ছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই থেকেই ইসরয়েলি আগ্রাসনের শুরু। এখনও চলছে। সে যাই হোক ৬৭’ সালের যুদ্ধের পর থেকেই এই দিনটিকে ইসলায়েল ‘জেরুজালেম দিবস’ হিসেবে পালন করে।

ইসরায়েলে জেরুজালেমের পশ্চিমাঞ্চলের অর্ধেক দখল করে নেয় ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময়। আর ৬৭’ সালে দখল করে পূর্ব জেরুজালেম। মূলত ২৬ মে তারা জেরুজালেমের দুই অংশের পুনর্মিলনি হিসেবে পালন করে।

জেরুজালেমকে ইসরায়েল তাদের রাজধানী হিসেবে মনে করে। বিশ্বের কোনো দেশের কাছে এটি স্বীকৃতি নয়। যুক্তরাষ্ট্রই ব্যতিক্রম এক্ষেত্রে। প্রসঙ্গত, জেরুজালেম ইসরায়েলের কাছে যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছেও। এছাড়া মুসলমান, খ্রিস্টান ও ইহুদি এই তিন ধর্মালম্বীদের কাছেই এই জায়গা অতি গুরুত্বপূর্ণ।

দিবসটি উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের পুরাতন নগরীতে তরুণ ইসরায়েলিরা পতাকা হাতে র‍্যালি বের করে। এ সময় তারা ফিলিস্তিন, আরব ও মুসলিম উগ্রপন্থীদের বিরোধী স্লোগান দেয়। অনেকে জেরুজালেমের বুক থেকে ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার দাবিও জানায়। ‘ডেথ টু আরবস’ বলে স্লোগানও দিতে শোনা গেছে। অনেকে ফিলিস্তিনিদের বাড়ির সামনে গিয়ে র‍্যালি করেছে। বিশ্লেষকদের মতে, এটা সহিংসতা বাধানোর একটা পাঁয়তারা ছিল। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেরুজালেমের ওপর নিজেদের দখলদারিত্ব এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য ইসরায়েল দীর্ঘ দিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। তারপরও আন্তর্জাতিক সম্প্রদায় তাদের এ দাবিকে কোনোভাবেই মানতে নারাজ নয়। প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান সংঘাত ও দ্বন্দ্ব শেষ না হলে ইসরায়েল রাষ্ট্র হিসেবে কখনই বিশ্ব মহলে স্বীকৃতি পাবে না।

১৯৪৭ সালের ‘জাতিসংঘ পার্টিশন’ পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিন ইহুদি ও আরব দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। আর জেরুজালেমকে সার্বভৌম এলাকার মর্যাদা দেওয়া হয়। যেহেতু তিন ধর্মালম্বীদের কাছে এ জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ তাই আর বলা হয় এ জায়গার ওপর আন্তর্জাতিক নিয়ন্ত্রণ থাকবে। তবে ৪৮’ সালের যুদ্ধে জাতিসংঘের সেই সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল জেরুজালেম দখল করে নেয়। আর ৬৭’ সালের যুদ্ধে এ নগরীর অর্ধেক দখল করে। সেই থেকেই ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম নিয়ে লড়াই চলছে।

১৯৮০ সাল ইসরায়েল ‘জেরুজালেম ল’ নামে একটি আইন পাস করে। এতে বলা হয় জেরুজালেম তাদের রাজধানী। একই বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ‘রেজ্যুলুশনার ৪৭৮’ নামে একটি সংশোধনী পাস করে। এতে বলা হয় ইসরায়েলের ওই আইন গ্রহণযোগ্য নয়। তারপরও ইসরায়েল জেরুজালেমকেই তাদের রাজধানী হিবেসে দাবি করে। সূত্র: আল-জাজিরা।

পাঠকের মতামত

Comments are closed.