183013

এভারেস্টেও চুরি হয় !

সজল সরকারঃ পৃথিবীর বৃহত্তম পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায়ও চুরির ঘটনা ঘটছে অহরহ। এভারেস্টে এখন অক্সিজেন বোতল চুরির হিরিক পড়েছে। পর্বত চূড়ার কাছাকাছি অক্সিজেনের সংকট বেশি। পর্বতারোহীরা সঙ্গে করে যেসব অক্সিজেন বোতল নিয়ে যান সেগুলো পর্বত চূড়ার পথে রেখে রেখে যান কারণ ফেরার সময় যেন অক্সিজেন সংকট হলে পথের সেই অক্সিজেন বোতল কাজে লাগানো যায়। কিন্তু পথে ফেলে রাখা সেই অক্রিজেন বোতলগুলো চরি হয়ে যাচ্ছে। পর্যটকরা ফেরার সময় আর সেই বোতলগুলো পাচ্ছেন না।

পর্যটকদের এভারেস্ট জয় করার গাইড হিসাবে কাজ করেন শেরপা নিমা তেনজি, তিনি বিবিসি’কে বলেন, ‘অক্সিজেনের বোতল চুরির ঘটনা এখন সিরিয়াস বিষয় হয়ে দাড়িয়েছে। প্রতিনিয়তই অভিযাত্রী দলের কাছে শুনছি তাদের অক্সিজেন বোতল হারানোর কথা। পর্বতের এত ওপরে অক্সিজেন সংকট হলে একজন পর্যটকের মৃত্যুও হয়ে পারে।’

বিদেশি পর্যটকরাও অক্সিজেন চুরির অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। টিম মোসেডেল নামে এক পর্বতারোহী তার ফেসবুকে লিখেছেন, ‘আবারও আমাদের ৭ বোতল অক্সিজেন হারিয়ে গেল, এবার সাউথ কোল (ক্যাম্প ৪, এভারেস্টের আগে শেষ ক্যাম্প) থেকে। শেরপা পেমবাকে ধন্যবাদ সে অনেক কষ্ট করে আমাদের ক্যাম্পে গিয়ে বোতলগুলো খোঁজ করেছে। তবে যে কয়টা বোতল আছে তা কি আমরা ফেরার সময় পাব কিনা সেটাই প্রশ্ন!’

নেপালে এভারেস্টে কর্তৃপক্ষ বলছে অনভিজ্ঞ পর্বতারোহী ও গাইড যদি পর্বতারোহনে যায় তাহলে এরত, চুরি হতে পারে কারণ অভিজ্ঞ পর্বতারোহী ও গাইডরা অন্যদের ক্ষতি হয় এমন কাজ করেন না।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.