182698

আমিরাতে ভ্রমন ভিসায় কাজ করা অবৈধ

জামাল হোসেন: প্রায় পুরো বছর জুড়ে প্রচুর মানুষ ভ্রমন ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করে। যে সকল দেশ থেকে কাজের ভিসায় বেশি মানুষ যায় সে সব দেশ থেকে ও ভ্রমন ভিসায় অনেকে আসেন। এই সকল ভ্রমন ভিসায় আসা বেশির ভাগ মানুষ কাজের আশায় এসে থাকেন। এখন কথা হল সংযুক্ত আরব আমিরাতে কি ভ্রমন ভিসায় আসা মানুষ কাজ করতে পারবেন।

সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন সম্পর্কিত বিধিনিষেধ ১৯৮০ সালের রাষ্ট্রীয় ৮ নং আইন প্রযোজ্য। এটা অবৈধ যদি কেও কর্মসংস্থান চুক্তি / ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে কাজ করে। ১৯৭৩ সালের ফেডারেল আইন নং ৬ এর ১১ ধারায় ইমিগ্রেশন অ্যান্ড রেসিডেন্স সম্পর্কিত একে ফৌজদারী অপরাধ বলে ধরা হয়।

আইন অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ভ্রমন ভিসায় কাজ করা সম্পূর্ণ অবৈধ। এমন কি যদি কোন ব্যাক্তি একটি নিদ্রিষ্ট কোম্পানি বা ব্যাক্তির জন্য কাজ করার ভিসা পেয়ে থাকে তবে সে সেই ভিসায় অন্য কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারবে না। যদি ঐ ব্যাক্তিকে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান লিখিত অনুমতি দেয় এবং জাতীয়তা ও ইমিগ্রেশন অধিদপ্তর অনুমোদন দেয় তবে সে অন্য ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নিকট কাজ করতে পারবে।

ভ্রমন ভিসায় আসা কাওকে যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান কাজে নিয়গ দেয় তবে সেই ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে অপরাধী হিসেবে ধরা হয়।

পাঠকের মতামত

Comments are closed.