182607

সাগরে বাড়ছে পানি, সামনে মহাবিপদ

নূসরাত জাহান: জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুতে জমে থাকা বরফ ধীরে ধীরে গলঝে। ফলে খুব অল্প পরিমাণে হলেও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। অল্প পরিমাণে বাড়লেও এটাই শঙ্কার বিষয়। কারণ এতে করে বড় বড় শহরগুলোর উপকূলীয় এলাকায় ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের শঙ্কা দিন দিন আরো বাড়বে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সায়েনটিফিক রিপোর্ট জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বড় বড় ঢেউ,ঝড়ের তীব্রতা দেখে বোঝা যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে। যা দিয়ে বর্তমানে যে সমুদ্র বেষ্টনী আছে তা দিয়ে উপকূলীয় শহর রক্ষা সম্ভব হচ্ছে না। এ ধরনের বিষয় নিয়ে এটাই প্রথম কোনো গবেষণা।
এতে বলা হয়েছে, উঁচু উঁচু ঢেউয়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নিচু এলাকার দেশগুলো। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির কারণে সাগর গর্ভে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে আফ্রিকে থেকে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এশিয়া, ইউরোপের আটলান্টিকের উপকূলীয় এলাকা এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল। তবে সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে ব্রাজিল, আইভোরি কোস্ট ও প্যাসিকির আইল্যান্ডস। ধারণা করা হচ্ছে, আগামী এক দশকের মধ্যে এখানে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দ্বিগুণ হবে। ফলে এসব এলাকা সমুদ্র গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

শিকাগোর ইউনিভারসিটি অব ইলিনয়েস এর প্রধান গবেষক সেন ভিতাওসেক বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা দিন দিন বাড়বে এটা প্রায় নিশ্চিত। যে অবস্থা তাতে এর বিকল্প কিছু দেখছি না।’
জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুতে জমে থাকা বরফ গলে প্রতিবছর ৪ মিলিমিটার করে সমুোদ্রর পানি বাড়ছে। এতে করে সম্রুদে উষ্ণতা বাড়তে এবং সমুদ্রের পরিসরও বাড়ছে। দীর্ঘ সময় ধরে মাত্রাতিরিক্ত হারে কার্যন ডাই অস্কাইড নিঃসরনের কারণেই জলবায়ুর এ পরিবর্তন হয়েছে। যার কারণে উপকূলীয় এলাকায় অসময়ে ঝড়, বৃষ্টি, বন্যা ও জলোচ্ছ্বাস হচ্ছে।

গবেষকরা জানিয়েছেন, নিচু এলাকায় সাগরে ২.৫ সেন্টিমিটার পানি বাড়লে তার পরিণতি ভয়াবহ হতে পারে। এ হারে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক সময় তা ৫-১০ সেন্টিমিটারে গিয়ে দাঁড়াবে। যাকে বন্যা হওয়ার আশঙ্কার অনেক বেশি বেড়ে যাবে। এছাড়া সমুদ্রের পানি ২০ সেন্টিমিটার পর্যন্ত বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

জাতিসংঘেল ইন্টারগভরমেন্টার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর ২০১৩ সালের হিসাব অনুযায়ী, ২১০০ সালের মধ্যে সমুদ্রের উচ্চা ৩০ থেকে ১০০ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। তবে সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, জমে থাকা বরফের অবস্থা ভালো নয়। যেভাবে পৃথিবী উষ্ণ হচ্ছে তাতে বরফ গলতে বেশি সময় লাগবে না। চলতি শতকের শেষ নাগাদ সমুদ্র পৃষ্ঠোর উচ্চা ২০০-৩০০ সেন্টিমিটার বাড়বে।

সূত্র: গার্ডিয়ান।

পাঠকের মতামত

Comments are closed.