181999

সলমনের “টিউবলাইট”-এর রেডিও সঙ্গ শুনেছেন? (ভিডিও)

প্রতিটা ছবিতেই তাঁর নাচে কিছু না কিছু সিগনেচার স্টাইল থাকে। তা সে ‘দাবাং’-এ বেল্ট ধরে নাচ হোক বা ‘রেডি’ ছবিতে জিন্সের পকেটে হাত ভরে। সলমন খানের সহজ অথচ মজাদার নাচ ভক্তদের কাছে প্রতিবারই জনপ্রিয় হয়ে ওঠে। ‘টিউবলাইট’-ও যে তার ব্যতিক্রম নয়, তা ছবির প্রথম গান মুক্তি পাওয়ার পরই বোঝা গেল।

কবীর খানের আপকামিং ছবি টিউবলাইট নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ১৯৬২ সালের ইন্দো-সিনো যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি। ট্রেলারেই মন জয় করেছিলেন সাদা-সিধে সলমন খান। এবার ‘রেডিও’ গানেও সেই রূপেই ধরা দিলেন বলিউড সুপারস্টার। গানের মধ্যে দিয়ে সকলকে রেডিও চালিয়ে সুখবর দেওয়ার কথা বলছেন সলমন। আর সেখানেই দেখা গেল নাচের নয়া এক সিগনেচার স্টাইল। প্রীতমের সুর দেওয়া গানটি গেয়েছেন কামাল খান। ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘সেলফি লে লে রে’ গানটির কথা নিশ্চয়ই মনে আছে। যেখানে পাড়া পড়শি ও কচিকাঁচাদের সঙ্গে নিয়ে গানে-নাচে মেতেছিলেন সলমন ওরফে বজরঙ্গি। ‘টিউবলাইট’-এর ‘রেডিও’ গানটিও ঠিক তেমনই রঙিন। সেখানেও এলাকাবাসীদের সঙ্গে নিয়ে নাচ-গান করছেন সলমন।

‘এক থা টাইগার’, ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছে কবীর খান ও সলমন খান জুটি। তাই ‘টিউবলাইট’ নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। ছবিতে আবার প্রথমবার সলমনের বিপরীতে অভিনয় করবেন চিনা অভিনেত্রী ঝু ঝু। ইতিমধ্যেই নজর কেড়েছে ছবির ভিজ্যুয়াল এফেক্ট ও লোকেশন। এবার মুক্তি পেল ছবির প্রথম গান। সলমন নিজেই সোশ্যাল মিডিয়ায় গানের ভিডিওটি পোস্ট করেছেন। বড়পর্দায় ছবিটি দেখতে ইদ পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। তবে তার আগে দেখে নিন সদ্য মুক্তি পাওয়া ‘রেডিও’ গানটি।

পাঠকের মতামত

Comments are closed.