182029

বিদ্যুৎ দিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বাড়াবে ভারত

সজল সরকার: এশিয়ার অন্যতম বৃহত্তম দেশ ভারত আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির জন্য বিদ্যুৎ সংযোগকে বেছে নিয়েছে। এশিয়া মহাদেশে চীনের রাস্তা স্থাপনের বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসাবে ভারত বিদ্যুৎ খাতকে কাজে লাগাচ্ছে। গত কয়েক মাসের মধ্যেই শ্রীলংকা ও বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিষয়ক কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। উপমহাদেশের আরেক বৃহত্তম দেশ চীন ইতোমধ্যেই স্বল্প মূল্যের পণ্য উৎপাদন করে বিশ্বে নাম করে নিয়েছে এবং আঞ্চলিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে তারা ‘ওবোর প্রজেক্ট’ (ওয়ান বেল্ট ওয়ান রোড) হাতে নিয়েছে। পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলংকা নিয়ে এক রাস্তার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে চীন। মহা এ যোগাযোগ ব্যবস্থায় ভারত, বাংলাদেশ ও নেপালও যুক্ত হবে আশা করা হচ্ছে।

ভারতের বিদ্যুৎমন্ত্রী ধর্মেন্দ্র পধান বলেন, ‘আমরা শুধু হাইড্রোকার্বনের উৎস খোঁজা নয় বরং বিদ্যুৎকে বেছে নিয়েছি আঞ্চলিক কুটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যম হিসাবে।’

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.