181992

অ্যালার্জি সারাতে এই চিকিৎসা

কখন কোন ওষুধ: ত্বকে ব়্যাশ, বমি, ডায়ারিয়া হলে খেতে হবে Ars.Alb 30৷ দু-তিনদিন ধরে দিনে তিন বার খেতে হবে৷ যেকোনও খাবার থেকেই অ্যালার্জি হলে এই ওষুধ কাজ করে৷ পুরোপুরি ঠিক করতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন৷ এক্ষেত্রে খেতে হবে Cal Carb অথবা Thuja৷

ধুলোয় অ্যালার্জি: হাওয়ায় মিশে থাকা ধুলিকণা, ধূমপান, বিভিন্ন সুগন্ধি, রান্নার গন্ধ, ফুলের রেণু থেকে অ্যালার্জি হয়৷ এক্ষেত্রে অ্যালার্জি হলে ত্বকে ব়্যাশ বের হয়৷ বায়ুদূষণ থেকে অ্যালার্জিক রাইনাইটিস হয়৷ অ্যালার্জিক রাইনাইটিস বৃদ্ধি পেলে ব্রঙ্কাইটিসের আকার নেয়৷ বাচ্চাদের এই সমস্যা বেশি হয়৷ বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ শক্তি কম হলে ও সিজারিয়ান শিশুর এই সমস্যা সবচেয়ে বেশি হয়৷

চিকিৎসা: ফুল বা যে কোনও চড়া গন্ধ থেকে অ্যালার্জি হলে খেতে হবে Sang 30৷ সারাদিনে তিন-চারবার দু’তিন দিন ধরে খেলেই উপকার৷ খাবারের গন্ধ থেকে বমি হলে খান Sep, Colch৷ ধুলো, সিগারেটের ধোঁয়া থেকে অ্যালার্জি হলে খান Poth, House Dust, Blata.o. ৷ সারা জীবনের মতো ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি পেতে খেতে হবে Sulph, Tub৷

ড্রাই এয়ার অ্যালার্জি: গরমকালে লু-এর দাপটে বিভিন্ন ধরনের অ্যালার্জির প্রবণতা বাড়ে৷ সূর্যের রশ্মি থেকে ত্বকে অ্যালার্জি হয়৷ ত্বক পু্ড়ে কালো হয়ে যায়৷ ব়্যাশ বেরয়, ত্বক জ্বালা করে৷ এক্ষেত্রে খান Canth, Sol৷ ঘামাচির সমস্যা থেকে বাঁচতে খান Sygiyz৷ লু লেগে জ্বর হলে সবচেয়ে উপকারি ওষুধ Nat.Carb ও Belladonna৷

শীত-বর্ষার অ্যালার্জি: বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়ায় বা শীতকালে ঠান্ডা হাওয়া থেকেও অ্যালার্জিক রিঅ্যাকশন হয়৷ এক্ষেত্রে ব়্যাশ, সর্দি, কাশি, জ্বর হয়৷ ঠান্ডা হাওয়া থেকে এমন হলে খেতে হবে Acon৷ বর্ষায় জলীয় আবহাওয়ায় (বৃষ্টিতে ভিজে গেলে, গায়ে ঘাম বসলে) অ্যালার্জি হলে সবচেয়ে উপকারী All.cep, Dul, Rhus.t.৷

পাঠকের মতামত

Comments are closed.