181888

লাদেনের নামে আধার কার্ড করতে চেয়েছিল সাদ্দাম হোসেন!

নূসরাত জাহান: ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ও আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন দুজনই এখন ইতিহাস। তাদের কেউ-ই আর জীবীত নেই। এমন যদি জানা যায়, লাদেনেরর জন্য আধার কার্ড তৈরির চেষ্টা করছেন সাদ্দাম হোসেন! শুনে অবিশ্বাস্য মনে হতেই পারে। হওয়াটাই স্বাভাবিক। তবে অতটা বিস্মিত বা অবাক হওয়ার কিছুই নেই। রাজস্তানের ভিলওয়াড়া জেলায় এমন ঘটনাই ঘটেছে। ওই এলাকার আধার কার্ড নিবন্ধন ও অনলাইন পেমেন্ট সার্ভিস ই-মিত্রা কিওস্ক পরিচালনা করেন সাদ্দাম হোসেন নামের এক ব্যক্তি। তিনি আল-কায়েদার নেতা লাদেনের নামে আধার কার্ড করার চেষ্টা করেছিলেন।

যাইহোক বিষয়টি ধরতে পারেন ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) এর কর্মকর্তারা। তারা বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ ২৫ বছর বয়সী সাদ্দাম হোসেন মানসুরিকে গ্রেফতার করে। রাজস্তানের মান্দাল শহরে আধার কার্ড নিবন্ধন সেন্টার পরিচালনা করতেন সাদ্দাম।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লাদেনের সব তথ্য ও একটি ঝাপসা ছবি দিয়ে একটি আধার কার্ড তৈরির চেষ্টা করছিল।

পিটিআই জানিয়েছে, ইউআইডিএআই এর কর্মকর্তাদের নজরে বিষয়ে আসার পর তারা ওই আবেদনপত্রটি তদন্তের জন্য ভিলওয়াড়া এসপি প্রদীপ মোহান শর্মাকে দায়িত্ব দেন। এসপি আবেদনপত্রটি তথ্য-প্রযুক্তি বিভাগকে দিয়ে দেয়। এছাড়া সাদ্দামের নামে একটি মামলা দায়ের করে।

মান্দাল সার্কেল অফিসার চঝ্চল মিশ্রা বলেছেন, এ অভিযোগটি আদালতে পাঠানো হবে। এ বিষয়ৈ ভবিষ্যতে আরো তদন্ত করা হবে। তথ্য-প্রযুক্তি আইনে এ মামলাটি করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস।

পাঠকের মতামত

Comments are closed.