181771

সাহায্য করুন বাবা…মেরি বিবি মর গয়ি…’ দুর্ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের এটাই বলেছিলেন অভিনেতা বিক্রম ?

শিরোনাম থেকে সরে গেছে মডেল সনিকা সিং চৌহানের মৃত্যুরহস্য | আরও পরে মুছে যাবে মানুষের টাটকা স্মৃতি থেকেও | এই ঘটনায় সংবাদমাধ্যমে কম নিউজপ্রিন্ট বা এয়ারটাইম খরচ হয়নি | সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও | পুলিশ তাঁদের বয়ান নেওয়ার আগে সংবাদমাধ্যমে এসেছে তাঁদের কথা |

সেরকমই একজন প্রত্যক্ষদর্শী কালুয়া সিং | পেশায় হাতেটানা রিক্সাচালক | হাড়ভাঙা খাটুনির পরে সে রাতে ঘুমিয়েছিলেন এক দোকানের সামনে | রাত সাড়ে তিনটে নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙে যায় |

ধড়মড়িয়ে উঠে ছুটে যান দুর্ঘটনাস্থলে | তিনিই প্রথম যিনি সেখানে পৌঁছেছিলেন | দেখেন একটা তুবড়ে যাওয়া সাদা গাড়ি থেকে বের হওয়ার চেষ্ট করছেন রক্তাক্ত যুবক | কোনওমতে বেরিয়ে এসেই কাতর গলায় বলতে থাকেন‚ ‘ সাহায্য করুন বাবা…’

গাড়ির সামনের আসনের আর এক দিকে যে এক তরুণীর অবস্থা আরও ভয়ানক সেটাও প্রথম দেখেন কালুয়াই | রক্তাক্ত যুবক দরজা খুলে তরুণীকে বের করার চেষ্টা করছিলেন | সে সময় ঘটনাস্থলে জড়ো হয়েছেন চার পাঁচজন |

সেরকমই একজন এক ঝাড়ুদার | তিনিও পথেই ঘুমোচ্ছিলেন | তিনিই দরজা খুলে বের করেন সেই তরুণীকে | যাঁর মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছিল |

যুবক কাতর গলায় বলতে থাকেন ‘ মেরি বিবি মর গয়ি‘…অন্তত কালুয়ার সেরকমই মনে হয়েছিল | যদিও পরে নিশ্চিত হয়ে বলতে পারেননি |

আহত যুবক আর্তি জানান‚ একটা ট্যাক্সি জোগাড় করে দিতে | সেখানে এসেছিল এক ক্যাব | অন্য যাত্রী নিতে | সেই চালককে বুঝিয়ে তাঁর গাড়িতেই তুলে দেওয়া হয় রক্তাক্ত যুবক ও সংজ্ঞাহীন যুবতীকে |

স্থানীয়রা বলেছিলেন‚ শিশুমঙ্গল যেতে | কিন্তু আহত যুবক চেঁচিয়ে বলেন‚‘ রুবি চলুন…!’

সেই ঘাতক গাড়িতে পড়েছিল বেশ কিছু ফোন‚ একটা ওয়ালেট ও বড় হাতব্যাগ |

এই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে গেছে পুলিশ | এতটাই ভয়ঙ্কর ছিল দুর্ঘটনার অভিঘাত‚ অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ির মুখ ঘুরে গিয়েছিল গড়িয়াহাটের দিকে | ওইদিক থেকেই আসছিলেন তাঁরা |

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হাসপাতালে পৌঁছে দিয়ে সেই ক্যাব চালক ঘণ্টাখানেক পরে ফিরে এসেছিলেন | মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন খুব | বলেছিলেন আর গাড়ি চালাবেন না সেদিন | বাড়ি ফিরে যাবেন |

পাঠকের মতামত

Comments are closed.