181807

পরিত্যাক্ত পার্টস কিনে আইফোন সিক্স এস বানালেন যিনি (ভিডিও)

অনির্বাণ বড়ুয়া: নিজের কাজ নিজে করা ভালো। কথাটিকে খুব বেশি সিরিয়ারলি নিয়ে ফেলেছেন সিলিকন ভ্যালির সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্কটি। পেশাদার প্রোগ্রামার তিনি। তার লক্ষ্য নিজের আইফোন সিক্স এস নিজেই বানাবেন। লক্ষ্যটি পাগলাটে মনে হলেও স্কটি শেষ পর্যন্ত সম্ভব করেছেন বিষয়টি। ছোট ছোট পরিত্যাক্ত পার্টস কিনে নিজেই বানিয়ে ফেলেছেন আইফোন সিক্স এস!

স্কটিকে এর জন্য সিলিকন ভ্যালির এসি রুম ছেড়ে আসতে হয়েছে চীনের সেনজেনের মোবাইল পার্টস মার্কেটে। কথায় আছে এখানে নাকি সব পাওয়া যায়। একটু খুঁজতেই পেয়ে গেলেন আইফোনের ক্যাসিং। আর ডিস্প্লেও পাওয়া যায় রেডিমেড তবে তিনি চাইলেন নিজেই বানাবেন ডিসপ্লে। অনেক কাঠখড় পুড়িয়ে একেবারে অরিজিনাল আইফোনের ডিসপ্লের মানের ডিসপ্লে বানিয়ে ফেললেন।

এবার এলো আসল কাজ। চিপসেট কেনা। আসল আইফোন সিক্স এসের চিপসেট পাওয়া বেশ দুষ্কর হলো। তবে শেষ পর্যন্ত পেয়েছেন। ওই মার্কেটে একটি দোকান নষ্ট সেট কিনে চিপসেট মেরামত করে বিক্রয় করে। এরপর মোটামোটি দুই রাতের পরিশ্রমের পর তিনি তৈরি করে ফেলেন নিজের আইফোন।
স্কটি বলেন, যে কেউ চাইলে তার নিজের ফোন নিজেই বানাতে পারেন। এতে দুটি কাজ হবে এক, ফোন সম্পর্কে অনেক কিছু জানা হবে আপনার। দুই, আপনি নিজেই মেকানিক্স হয়ে যেতে পারবেন।

স্কটির আইফোন বানানোর পুরো ভিডিও দেখে নিজেই নিজের আইফোন বানিয়ে ফেলতে পারেন:

পাঠকের মতামত

Comments are closed.