181594

ডায়াবেটিসের লক্ষণ গুলি জেনে নিন

বেশিরভাগ ক্ষেত্রেই অসুখের সঠিক চিকিৎসা না হওয়ার কারণ রোগ ধরতে না পারা। অর্থাত্‌, আমার যে এই অসুখটা হয়েছে, তা আমি বুঝতেই পারিনি। আর তার ফলে চিকিৎসকের কাছেও যাওয়ার প্রয়োজন মনে করিনি। তাই কোন রোগের কী লক্ষণ, সেটা জেনে রাখা খুবই দরকার।

এখন বহু মানুষের মধ্যে ডায়াবিটিস হতে দেখা যাচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা না করালে ডায়াবিটিস প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। তাই জেনে নিন এই রোগের লক্ষণগুলি কী কী-

১) বারবার প্রস্রাবের বেগ আসলে।
২) অসম্ভবরকমের ওজন কমে গেলে।
৩) অতিরিক্ত খিদে পাওয়াও ডায়াবিটিসের লক্ষণ।
৪) বিভিন্ন ত্বকের সমস্যা।
৫) কেটে গেলে দেরিতে সুস্থ হওয়া।
৬) ডায়াবিটিসের প্রথম পর্যায়ে চোখের সমস্যা হয়। দৃষ্টিশক্তি পরিস্কার হয় না। ঝাপসা দেখায়।

এর মধ্যে একটি লক্ষণও যদি আপনি অনুভব করেন, তাহলে অবশ্যই এখনই চিকিৎসকের কাছে যান।

পাঠকের মতামত

Comments are closed.