180332

কিভাবে বুঝবেন আপনার হাঁপানি হয়েছে?

অনেক ক্ষেত্রেই আমরা অনেক রোগ প্রথম থেকে বুঝতে পারি না। আর তার জন্য অনেক সময়েই চিকিত্‌সায় দেরি হয়ে যায়। তাই কোন রোগের কী লক্ষণ, সেটা জেনে রাখা খুবই জরুরি। তাতে তাড়াতাড়ি চিকিত্‌সা সম্ভব হয়। হাঁপানির ক্ষেত্রেও তেমনই। বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে তাঁর হাঁপানি বা অ্যাজমা হয়েছে। সাধারণ শ্বাসকষ্ট ভেবে এড়িয়ে যান। আপনারও যদি হাঁপানি সম্পর্কে ধারণা না থাকে, তাহলে জেনে নিন অ্যাজমা বা হাঁপানি লক্ষণগুলি।

১) শ্বাস নিতে কষ্ট।
২) বুকে চাপ অনুভব।
৩) কথা বলতে কষ্ট অনুভব।
৪) কাশি শুরু হলে না থামা।
৫) উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্থ হওয়া।
৬) ঠোঁট নীল হয়ে যাওয়া।
৭) ফ্যাকাশে এবং ঘর্মাক্ত মুখ।

পাঠকের মতামত

Comments are closed.