179968

১২৫ বছর আগের সাংকেতিক একটি প্রেমপত্র

মনের কথা প্রিয়জনকে জানাতে না পারাও ভীষণ পীড়াদায়ক। কোনো বিশ্বস্ত বাহক দিয়ে চিঠি পাঠাবে সে ভরসাও করা যায় না। দেখা গেল কি বাহক নিজেই চিঠি খানা পড়ে নিয়ে গোটা রাজ্যে ঢোল পেটাল, অথবা নিজেই চিঠিসহ ধরা পড়ল।

শেষমেশ সাংকেতিক চিঠিকেই হয়তো সে নিরাপদ ভেবেছিল। ঘটনাটা ১৮৯০ সালের। উইলিয়াম উয়েটম্যান নামের একজন ব্যক্তি তার প্রেমিকাকে চিঠিটি লিখেছিলেন। চোখ, করাত, জাহাজ, ঘোড়ার চাবুক ইত্যাদিকে তিনি সংকেত হিসেবে ব্যবহার করেছিলেন। সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সংরক্ষক এলিজাবেথ বেনেট বলেন, চিঠিতে তিনি ‘ঊ’ দ্বারা তার প্রেমিকার নাম বুঝিয়েছেন। জাহাজটি এঁকেছিলেন বন্ধুত্বের প্রতীক হিসেবে। তাছাড়া হৃৎপিণ্ড ও এর মধ্যে আঁকাবাঁকা লাইন একে উইলিয়াম তার ভগ্ন হৃদয়কে তুলে ধরেছিলেন।

তিনি আরো বলেন, এতগুলো সংকেত চিঠিটিকে খুবই জটিল করে তুলেছে। যদি আগে থেকেই সংকেতগুলোর অর্থ জানা না থাকে তাহলে চিঠির অনুভূতিগুলো বোঝা খুবই কঠিন।

পাঠকের মতামত

Comments are closed.