179853

হঠাৎ দেশে ফিরে আসা প্রসঙ্গে যা বললেন মাশরাফি

ইংল্যান্ড গিয়ে মাত্র দুদিন অনুশীলন করতে পেরেছেন। এরপরই দেশের পথে মাশরাফি বিন মুর্তজা। কারণ, হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে স্ত্রী। শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মাশরাফির স্ত্রী সুমনা হক। এক পর্যায়ে জ্ঞানও হারান। দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

 

 

 

খবর পেয়ে মাশরাফি শনিবার সন্ধ্যায় টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি সাপেক্ষেই দেশে কিছুদিনের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নেন। সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পের মাঝ পথেই ফিরে আসছেন ওয়ানডে দলের এই অধিনায়ক।

 

 

 

তবে, আন্তর্জাতিক ম্যাচ থাকলে হয়তো ফিরতেন না বলে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, ‘হুট করেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে নিতে হয়েছে মানে খুব সাধারণ অসুস্থতা হয়ত নয়। বাসা থেকে অবশ্য সবাই বলেছিল আগেই দেশে না ফিরতে, দু-একদিন দেখতে। কিন্তু খেলা থাকলে হয়ত দুবার ভাবার অবকাশ থাকত। এখন ওর পাশে থাকাটা জরুরী।’

 

 

 

 

শনিবার সন্ধ্যার ফ্লাইটে রওনা দিয়ে রোববার দুবাই চলে আসেন মাশরাফি। সেখানে ট্রানজিট শেষ করে আজ রাত ১১টার দিকে দেশে আসবেন তিনি।

 

 

 

 
উল্লেখ্য, ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করতে ২৬ এপ্রিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সোমবার সাসেক্সে প্রথম অনুশীলন ম্যাচ ডিউক অব নরফোক একাদশের সঙ্গে। ৫ মে আরও একটি অনুশীলন ম্যাচ খেলে ৭ মে আয়ারল্যান্ড যাবে দল। ১২ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। তবে এক ম্যাচ নিষিদ্ধ থাকায় সেই ম্যাচে খেলতে পারবেন না মাশরাফি।

পাঠকের মতামত

Comments are closed.