179778

অস্ত্র ছেড়ে আলাপে আসুন: তালিবানকে হেকমতিয়ার

নূসরাত জাহান: ২০ বছরে এ তালিবান নেতার চেহারা দেখেনি মিডিয়া, এবার প্রকাশ্যে এসেই ফাটালেন বোমা। তবে আত্মঘাতি নয়, খবরের তালিবানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানালেন হেজব-ই-ইসলামির প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার। বললেন, ‘ঢের হয়েছে, এবার অস্ত্র ফেলে আলোচনায় আসুন।’ শনিবার আফগানিস্তানের লাঘমান প্রদেশে যখন হেকমতিয়ার প্রকাশ্যে এসে এমনটা জানালেন, তখন তাকে স্বাগত জানাতে তৈরি ছিল দুই শতাধিক আফগান নাগরিক। এর আগের দুদিন ধরেই নিজের দলের অন্য নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছিল। ঘোষণাটা এল তার পর পরই। ‘জঙ্গিদের জিজ্ঞেস করুন তারা ঠিক কাদের বিরুদ্ধে লড়ছে। সরকারের বিরুদ্ধে? জনগণের বিরুদ্ধে? তথা আফগানিস্তানের নিরীহ মানুষগুলোর বিরুদ্ধে?’ জনতার সামনে দেওয়া ভাষণে বললেন হেকমতিয়ার। আরো যোগ করেন, ‘তোমরা যদি অস্ত্র রেখে সামনে এগিয়ে আসো তবে আমিই সবার আগে তোমাদের ভাই বলে কাছে টেনে নেব। তালিবানকে বলছি, এগিয়ে এসো। শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলাপ করি। আমাদের সঙ্গে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ায় যোগ দিন।

আগামী কয়েকদিনে কাবুলে আরো কয়েকবার বক্তব্য রাখবেন হেকমতিয়ার। নতুন এ ‘জিহাদে’ তিনি অবশ্য একা নন। সঙ্গে আছেন দলের অনেক বড় নেতাও। এমনই একজন জাকারিয়া সাফারি তার বক্তব্যে জানালেন, ‘অতীতের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ চালিয়ে এ দেশের জন্য কিছুই হবে না। অতীত আঁকড়ে ধরে আমরা কিছুই পাব না।’ তালিবান নেতা হিসেবে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর হেকমতিয়ারকে ‘সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। পরে গত ফেব্রুয়ারিতে তার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত

Comments are closed.