179588

উ. কোরিয়ার ভুয়া অস্ত্র!

সজল সরকার: উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ সাগরে ভাসানোর মধ্যে যে উত্তেজনা চলে আসছে তাতে আরও ঘি ঢেলেছে উত্তর কোরিয়ার ভুয়া অস্ত্র প্রদর্শন। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে যেসব অস্ত্র প্রদর্শন করা হয়েছে তার অনেকগুলোই নাকি ভুয়া। মার্কিন গোয়েন্দা সংস্থার এক সাবেক কর্মকর্তা মাইকেল প্রিজেন্ট জানান ‘মিসাইল ও অন্যান্য অস্ত্রের যে বহর দেখিয়েছে উত্তর কোরিয়ার সেনারা তার অনেকগুলোই হাস্যকর ও তা বাস্তবে নেই।’ ফক্স টিভির এক সাক্ষাৎকারে মার্কিন সাবেক কর্মকর্তা এ কথা উল্লেখ করে বলেন, ‘উত্তর কোরিয়া যেসব ভুয়া অস্ত্র দেখিয়েছে তার অনেকগুলোই কয়েক দশক আগে বিশ্বযুদ্ধ ও এমনকি আমেরিকান গৃহযুদ্ধে ব্যবহার হয়েছিল।

উত্তর কোরিয়া যেসব অস্ত্র প্রদর্শন করেছে ঠিক সেরকমই অসমতল ভূমির ওপর চলা বাঁকানো ট্যাঙ্ক ব্যবহার হয়েছিল কয়েক দশক আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সে সময় শত্রুপক্ষকে বিভ্রান্ত করানোর জন্য শত শত ভূয়া ট্যাঙ্ক প্রদর্শন করা হত। এমনকি সেসময় কাপর দিয়ে মানুষের আদলে প্যাকেট করে শত্রুপক্ষের দিকে ছুঁড়ে দেওয়া হত তাদের অবস্থা বুঝার জন্য।

উত্তর কোরিয়া যদি ভূয়া অস্ত্রই প্রদর্শন করে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তো আরও নিশ্চিন্তে থাকার কথা। কিন্তু ট্রাম্প প্রশাসনের জন্যই পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে সংশয় রয়েছে বলে জানান মাইকেল প্রিজেন্ট। উত্তর কোরিয়ার অস্ত্র ভূয়া হলেও তাদের লাখ লাখ সৈন্য রয়েছে। উত্তর কোরিয়া হয়ত যুক্তরাষ্ট্রের জন্য কোন বড় হুমকি নয় কিন্তু যদি মার্কিন বাহিনী আক্রমণ করে তাহলে উত্তর কোরিয়া তো কোনভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.