179180

ভারতীয় ছাত্রের আবিষ্কার ‘চাঁদে যাওয়ার লিফট’, পুরস্কৃত করল নাসা

এবার চাঁদে যেতে গেলে আর মহাকাশযান এর প্রোয়োজন নেই। লিফটে চড়েই যাওয়া যাবে চাঁদে।ভাবছেন কি? বিষয়টা স্বপ্ন নয় সত্যি। চেন্নাই এর ১৮ বছরের সাই কিরণ, চাঁদে যাওয়ার স্বপ্নকে সত্যি করেই ছাড়ল! শুধু তাই নয়, চাঁদে যাওয়ার স্বপ্ন সত্যি করার উপহার হিসেবে পুরস্কার দেবে খোদ নাসা। নাসা অ্যামিস স্পেস সেটেলমেন্ট কনটেস্ট -এ দ্বিতীয় স্থান পেয়েছে এই ছাত্র।

চাঁদে যাওয়ার জন্য চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত একটা লিফট বানানোর প্রস্তাব দিয়েছে সাই কিরণ। যাতে চাঁদে যাতায়াত মানুষের পক্ষে সহজ হয়। প্রত্যেক বছর সাসা স্যান জোস স্টেট ইউনিভার্সিটি, এবং ন্যাশনাল স্পেস সোসাইটি (এন.এস.এস) মিলে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে অংশগ্রহণ করে গোটা বিশ্বের স্কুল-ছাত্ররা। যেখানে ওইসব ছাত্রদের ব্যাখ্যা করতে বলা হয়, যে কোন পদ্ধতিতে মানুষের চাঁদে গিয়ে বসতি বানানো সম্ভব।

এই প্রতিযোগিতার কথা শোনার পর থেকেই এবিষয়ে পড়াশোনা করতে শুরু করে সাই কিরণ। ২০১৩ থেকে গবেষণা করে একটা আস্ত থিসিসও লিখে ফেলে সে। যার শিরোনাম ‘Connecting Moon, Earth and Space’, যেখানে কিরণ ব্যাখ্যা করে কিভাবে লিফটের মাধ্যমে মানুষকে এই পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া সম্ভব। শুধুমাত্র চাঁদে যাওয়াই নয়, সেখানে বিনোদনের কি ব্যবস্থা থাকতে পারে, সরকার চালানো যেতে পারে কিভাবে, সেসব ব্যাখ্যাও দিয়েছে ১৮ বছরের এই ছাত্র। সে জানিয়েছে ওই লিফটরে দৈর্ঘ্য হবে ৪০,০০০ কিলোমিটার। সেই লিফট চাঁদে কিংবা পৃথিবীর গায়ে আটকে থাকবে।

পাঠকের মতামত

Comments are closed.