179072

ভালো অবিভাবক হওয়ার ৪ টি টিপস দিলেন শাহরুখ খান

কিভাবে ভালো অভিভাবক হওয়া যায় সে ব্যপারে টিপস দিলেন শাহরুখ খান। টিপস গুলো প্রকাশিত হয় ইন্ডিয়ান টাইমসে। তাজাখবরের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হল

জীবনে বহু ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন সাফল্যের সঙ্গে, সে কিং অফ রোম্যান্সের চরিত্রেই হোক, অথবা সফল প্রযোজক কিংবা ব্যবসায়ী। তবে এই সব চরিত্রের মধ্যে কিং খানের প্রিয় অবশ্যই পিতার ভূমিকা। কীভাবে সমলান তিনি তাঁর সন্তানদের? তারই কিছু বিশেষ টিপস শেয়ার করলেন…

১. সন্তানের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠুন

সেই সব দিন আর নেই যখন মা-বাবারা শুধুই শাসন ও অনুশাসনের মধ্যে সন্তানদের বড় করার কথা ভাবতেন। যুগের পরিবর্তন হয়েছে। তাই এখন আর শুধু মাত্র অভিভাবক নয়, মা-বাবাদের সন্তানদের বন্ধু হয়ে ওঠা উচিত। এমনটাই মনে করেন কিং খান। একটি সাক্ষাত্‍‌কারে তিনি জানিয়েছেন আমার ছেলেমেয়ে শুধুমাত্র আমার সন্তান নয়। তারা আমার সব থেকে ভালো বন্ধু। ওরা যত বড় হচ্ছে, এই সত্যিটা তত বেশি উপলব্ধি করছি।

২. ওদের স্বাধীনতা দিন

নিজেদের বিশ্বাস কখনও ওদের উপরে চাপিয়ে দেবেন না। সে পড়াশোনাই হোক অথবা ভবিষ্যতে নিজের লাইফ পার্টনার পছন্দ করা কিংবা ধর্ম বেছে নেওয়া… ওদের সামনে সব রাস্তা খোলা রাখুন।

৩. টাকা নয় সময় দিন

সন্তানের ভবিষ্যত্‍‌ সুরক্ষিত করার চেষ্টায় মা-বাবা এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে তাঁরা ভুলেই যান, শুধু পয়সা নয়, তাঁদের সময়ও প্রয়োজন সন্তানদের। তাই যত ব্যস্ততাই থাকুক না কেন, সন্তানের সঙ্গে সময় কাটান ভালো করে। তাদের ছোটখাটো প্রয়োজনে পাশে থাকুন।

৪. মানসিকভাবে দৃঢ় করে তুলুন, তবে পাশে থাকুন

সব রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে যেমন ওদের শেখানো প্রয়োজন, তেমনই ওদের এটাও বোঝানো প্রয়োজন যে, জীবনের যে কোনও সময়ে, যে কোনও সংকটে মা-বাবা তাদের পাশেই আছেন।

পাঠকের মতামত

Comments are closed.