179142

গরিবের ডাক্তার আনশুমান

সজল সরকার : ভারতে পাওয়া গেল এক মহান ডাক্তার

প্রায়ই শোনা যায় এমন খবর। টাকার মোহ ছেড়ে কেউ একজন বেছে নিয়েছেন মানবতার পথ। আর এমন ব্যক্তিরা বরাবরই অন্যদের অনুপ্রেরণার উৎস। ভারতে পাওয়া গেল এমনই এক ডাক্তার। নাম তার ডা. আনশুমান কুমার। ভারতের রাজধানী দিল্লির অদুরে বৃহত্তর নইদার ছোট্ট গ্রাম কাসনায় একটি চেম্বার নিয়ে বসেন তিনি।

ডঃ আনশুমান কুমার ধরমশিলা ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টারের একজন চিকিৎসক। তিনি নিয়মিত কানসা গ্রামে বসে গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। গত কয়েক বছর যাবতই তিনি বিনামূল্যে এ সেবা দিয়ে যাচ্ছেন।
ডঃ আনশুমান এক সাক্ষাৎকারে বলেন, ‘সিভিল সার্ভিস কলোনিতে এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে শুনলাম তার এলাকার অর্থাভাবে থাকা মানুষদের কথা। অনুন্নত সেই এলাকায় চিকিৎসা সেবা নেই বললেই চলে। তখনই আমি ভাবলাম সেখানকার মানুষের সেবা করা যায় কিনা সে বিষয়ে। আমি সব সময় ভাবতাম গরীবদের পাশে দাড়াতে। এখন প্রতি বৃহস্পতিবার সেখানে গিয়ে গরীব মানুষদের চিকিৎসা সেবা দিয়ে থাকি।’

ডঃ কুমার তার এক অভিজ্ঞতার কথা বর্ননা করতে গিয়ে বলেন, ‘সেদিন একজন রোগী এসেছিল তার পায়ে রক্ত চলাচলের সমস্যা নিয়ে। সেই রোগীটি কিন্তু ডাক্তারের কাছে যেত না কারণ সেই প্রত্যন্ত অঞ্চল থেকে শহরে ডাক্তারের কাছে যাওয়া মানে তার একদিন নষ্ট হওয়া এবং সেই সঙ্গে ডাক্তারের ফি দেওয়া। আমাকে হাতের কাছে পেয়ে সে চিকিৎসা সেবা নিতে পেরেছিল এবং তার জন্য কোন খরচও হল না। আমি তাকে ধূমপান ছাড়তে বলেছিলাম এবং কিছু সাধারণ ঔষধ দিলাম। পরবর্তী সপ্তাহে সে খুব ভাল আছে বলে জানালো।’

ভারতে অনেক রাজ্যেই এরকম পেশাদার ব্যক্তিত্বরা প্রত্যন্ত এলাকায় গিয়ে স্বেচ্ছা সেবা দিয়ে থাকেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.