178990

সাইকেলে ৭ বছর বিশ্বভ্রমণ !

সজল সরকার: লিফ তিমিস নামের এক ব্রিটিশ নাগরিক বিশ্বের নানান দেশ ঘুরেছেন সাইকেলে চড়ে। ৩৫ বছর বয়স্ক তিমিস সাইকেলে প্রায় ৭০ হাজার কিলোমিটার ঘুরেছেন ৭ বছর ধরে। তিনি ২০১০ সালে সাইকেল নিয়ে বের হন এবং ৭ বছর ঘুরে গত শনিবার নিজের বাড়ি ফিরেছেন। ঠিক ৭ বছর আগে তিনি জীবনের হতাশা থেকেই বিশ্বভ্রমনের আশায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। এতটা বছর বাড়ির বাইরে থেকে পৃথিবীটা তার কাছে একটি বাগানের মতই মনে হয়েছে বলে জানিয়েছেন।

বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে তিমিস বলেন, ‘আমি ভ্রমণ শুরু করার আগ পর্যন্ত অনেক কিছুই জানতাম না। বৈরী আবহাওয়ায় কীভাবে টিকে থাকতে হয়. বনাঞ্চলে কীভাবে ঘুমাতে হয় তার কিছুই জানতাম না। এমনকি খাবার শেষ হলে কীভাবে আবার খাবার সংগ্রহ করব তাও জানতাম না। যখন খাবার শেষ হল তখন আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঠিক করে নিতাম খাবার সংগ্রহের বিষয়টি। তখন নিজের কাছে থাকা অর্থ শেষ হয়ে গেছে তখন বাড়ি না ফিরে স্থানীয়ভাবে কাজ করে অর্থ উপার্জন করে আবারও সাইকেল নিয়ে ছুটে চলেছে।’

তিমিস তার ভ্রমনকালে গড়ে প্রতিদিন ৫ পাউন্ড বা ৫শ টাকার মত খরচ করেছেন। পেরু, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, আমেরিকাসহ অনেক দেশই ঘুরেছেন তিনি। যে দেশেই গেছেন সেখানকার জনগণ তার জীবনকাহিনী শুনে খুব অবাক হয়েছেন এবং তাকে সম্মান করেছেন। তিমিস তার কাছে থাকা ডায়েরি লিখেছেন প্রতিনিয়ত এবং একটি ডায়েরি লেখা শেষ হয়ে গেলে তা তিনি ব্রিটেনে তার মায়ের কাছে পাঠিয়ে দিতেন। এত সাধারণভাবে বিশ্বভ্রমণ করে নিজেকে খুব সতেজ ও আত্মবিশ্বাসী মনে হয়েছে লিফ তিমিসের কাছে।

সূত্রঃ বিবিসি

পাঠকের মতামত

Comments are closed.