178968

ভুল বিশ্বাস: বিনা ওযুতে হযরত আব্দুল কাদের জিলানী রহ.-এর নামে মুখে নেওয়া

গাজী খায়রুল আলম: কিছু লোকের মুখে শোনা যায় এবং কোন কোন বইয়েও পাওয়া যায়, বিনা ওযুতে হযরত আব্দুল কাদের জিলানী রহ.-এর নাম মুখে নিলে শরীরের তিনটি পশম ঝরে যায়।

এটা একটা ভুল বিশ্বাস। অবাস্তব ও অযৌক্তিক একটা বিশ্বাস। প্রথমত ইতিহাসের নির্ভরযোগ্য কোন গ্রন্থে এ বিশ্বাসের কোন অস্তিত্ব নেই। দ্বিতীয়ত হযরত আব্দুল কাদের জিলানী রহ. ওলীকুল শিরোমণি হলেও তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একজন উম্মত এবং আল্লাহ্ তাআলার বান্দা। যখন মহান আল্লাহ্ ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিনা ওযুতে উচ্চারণ করলে পশম ঝরে না, তা হলে তাঁর নাম মুখে নিলে পশম ঝরবে কেন?

তৃতীয় একটি পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা করে দেথুন। আসলেই এমন, যা আব্দুল কাদের জিলানী রহ. নিজেও কখনো কামনা করেননি।

পাঠকের মতামত

Comments are closed.