179027

কাল পবিত্র লাইলাতুল মিরাজ

আগামীকাল পবিত্র লাইলাতুল মিরাজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সোমবার দিবাগত রাতে (২৬ রজব দিবাগত রাতে) সারাদেশে পবিত্র লাইলাতুল মিরাজ উদযাপিত হবে।

 

 

 

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

 

 

 

 

shab_e_mirajইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে ওয়াজ করবেন, ঢাকার নারিন্দাস্থ দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

 

 

 

 

ইসলামের আলোকে যেসব রাত বিশেষ মর্যাদাপূর্ণ এর মধ্যে লাইলাতুল মেরাজ বা শবে মিরাজ অন্যতম। এই রাতে রাসুল সা. মক্কা থেকে বায়তুল মোকাদ্দস, সেখান থেকে ঊর্ধ্বআকাশে গমন করেন। সেখানে আল্লাহর সঙ্গে সরাসরি তার কথোপকথন হয়। মিরাজের রাতেই নামাজ ফরজ হয় এবং দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

পাঠকের মতামত

Comments are closed.