178829

মহাভারতকে অপমান : ৫ মে-র আগে আদালতে হাজিরা দিতে হবে কমল হাসানকে

মহাভারত মহাকাব্য সম্পর্কে আপত্তিকর মন্তব্য সংক্রান্ত মামলায় ৫ মে-র আগে আদালতে হাজিরা দিতে হবে কমল হাসানকে। নির্দেশ দিল স্থানীয় একটি আদালত।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন, বিষয়টির তদন্ত করে যত দ্রুত সম্ভব আদালতে রিপোর্ট জমা দিতে।

১২ মার্চ এক বেসরকারি আঞ্চলিক টিভি চ্যানেলে বর্ষীয়াণ এই অভিনেতা মহাভারত বিরোধী মন্তব্য করেন বলে অভিযোগ। স্থানীয় একটি মন্দির কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে পুলিশে নালিশ করে।

অভিযোগে বলা হয়েছে, সমাজে বিশেষত ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের বিরুদ্ধে হিংসার ব্যাপারে বলতে গিয়ে কমল হাসান মন্তব্য করেন, মহাভারতও তো মানুষ পড়ে, সেখানে তো পাশা খেলায় মহিলাকে বাজি রাখা হয়েছে। তিনি আরও নাকি বলেন, মহাভারতকে ভারতীয়রা বড্ড বেশি সম্মান করেন, অথচ তাতে এক মহিলাকে নিয়ে জুয়ো খেলা হয়।

এই মন্তব্যে মহাভারত তথা হিন্দুদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছে ওই মন্দির কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

Comments are closed.