178866

একটা রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ক্যানসার

এমনটাই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রর সান দিয়েগোর ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর একদল গবেষক। তাঁদের মতে, শরীরের কোন অংশ ক্যানসার-আক্রান্ত, রক্তপরীক্ষায় জানা যাবে তাও।
এমনটাই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রর স্যান দিয়েগোর ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর একদল গবেষক। তাঁদের মতে, শরীরের কোন অংশ ক্যানসার-আক্রান্ত, রক্তপরীক্ষায় জানা যাবে তাও।

গবেষকরা যে ভাবে পুরো ব্যাপারটি বিশ্লেষণ করেথেন, তা খানিকটা এই রকম—
শরীরের ভিতরে যখন কোনও টিউমার বৃদ্ধি পেতে শুরু করে, তখন সেটি সাধারণ কোষ থেকে নিউট্রিয়েন্টস শুষে নেয়। কোষগুলি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাও অধিকার করে নেয় মারণরোগের সেল।
সাধারণ কোষ সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাওয়ার সময়, নিজেদের ডিএনএ ধমনীতে ভাসিয়ে দেয়। এবং, এই ডিএনএ থেকেই নির্ধারণ করা যাবে আক্রান্ত টিস্যুটিকে। শরীরের ১০টি বিভিন্ন টিস্যুর প্যাটার্ন ইতিমধ্যেই তৈরি করেছেন গবেষকের দল। লিভার, ইনটেসটাইন, কোলোন, লাংগস, ব্রেন, কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন, পাকস্থলী ও রক্ত— শরীরের এই ১০টি অংশেরই টিস্যু-র প্যাটার্নগুলির উপর কাজ করছেন গবেষকরা।

এই সম্পূর্ণ পদ্ধতিটি প্রকাশিত হয়েছে ‘নেচার জেনেটিকস’ নামে এক জার্নালে।

পাঠকের মতামত

Comments are closed.