178747

প্রেগন্যান্ট মহিলাদের জন্য বরাদ্দ ইনজেকশন, দেওয়া হচ্ছে সব্জিতে

দু’দিন আগেই বাজারে কৃত্রিম ডিম শোরগোল ফেলে দিয়েছিল। আর ভেজাল,ক্ষতিকারক রাসায়নিক সার যুক্ত সব্জি খাওয়ার ফলে আমাদের শরীর যে রোগের কারখানা তৈরী হচ্ছে একথা সবাই জানে। রোজ যে আপনি ব্যাগ ভর্তি করে বাজার থেকে যে সবজি আনছেন, সেগুলো আসলে সবজির রূপে বিষ!
বিষয়টি এখন এটুকুতেই থেমে নেই, চিকিৎসকরা জানিয়েছেন, এমনই কিছু তথ্য ৷ যা দুশ্চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট ৷

সবজির ওজন বাড়াতে ভারতীয় কৃষকরা ব্যবহার করছে হরমোন ইনজেকশন, যা আসলে চিকিৎসকরা দিয়ে থাকেন প্রেগন্যান্ট মহিলাদের ৷

চিকিৎসকরা জানিয়েছেন, এই হরমোন সবজিতে ব্যবহার করার ফলে এক বিষক্রিয়া তৈরি করছে সবজির অন্দরে ৷ যা কিনা মানবদেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক ৷ চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরণের সবজি খেলে তৎক্ষণাৎ হয়তো কোনও ধরণের শরীর খারারপ নাও হতে পারে ৷ কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে খুবই দুশ্চিন্তাজনক ৷

ডাক্তারদের কথায়, হরমোন দেওয়া সবজি খাওয়ার ফলে দিন দিন চোখের অসুখ হতে পারে, দৃষ্টি দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে ৷ শুধু তাই নয়, শ্বাসকষ্ট, লিভারের রোগ, হৃদরোগ, নার্ভের রোগ, অ্যালজাইমার, এমনকী ক্যানসার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ৷

২০১০ সালে ভারতীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়টির ওপর নজর দেওয়া হয়েছিল ৷ এমনকী, তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী দিনেশ ত্রিবেদী গোটা দেশে সবজিতে অক্সিটোন ব্যবহার বন্ধ করার কথাও বলেছিলেন ৷ এমনকী, নানা মিডিয়া রিপোর্টের ওপর ভিত্তি করে বন্ধও করে দেওয়া হয় অক্সিটোনের বিক্রি৷ তবে বেআইনিভাবে এখনও সবজিতে চলছে এই ধরণের হরমোন ইনজেকশন ৷

এখন প্রশ্ন হল, এর হাত থেকে বাঁচবেন কীভাবে?
১) চিকিৎসকরা জানাচ্ছেন, এর হাত থেকে বাঁচাটা সহজ নয় ৷ কারণ, আপনি পুরোপুরি সবজি বাদ দিতে পারবেন না ৷ তাই অরগানিক সবজিকেই সবুজ সংকেত দেখান ৷

২) অরগানিক সবজির দাম প্রচুর ৷ সেক্ষেত্রে ডাক্তাররা বলছেন, সবজি ভালো করে ধুয়ে খেতে হবে ৷ সবজি রান্নার আগে ভালো করে সেদ্ধ করে নিন ৷

৩) কাঁচা সবজি না খাওয়ার কথাই বলছেন চিকিৎসকরা ৷

পাঠকের মতামত

Comments are closed.