178741

কথায় কথায় ব্যথার ওষুধ: চুপিসারে বাসা বাঁধছে অন্যান্য রোগ

একটু মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথা হলেই ওষুধ খেয়ে নেওয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়। বরং একটু ধৈর্য্য নিয়ে বিশ্রাম নিলে, অনেক সময় বিনা ওষুধেই ছোটখাটো ব্যাথা-বেদনা সেরে যায়।

অনেক সময় জ্বর-সর্দি হলেও, ডাক্তার না দেখিয়ে বেশিরভাগ মানুষই নিজের মতো করে ওষুধ খেয়ে নেন ৷ আর সেক্ষেত্রে ব্যথার পেন কিলারই সবচেয়ে বেশি থাকে ৷

বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, এরকমটা করা মোটেই উচিত নয় ৷ এতে শরীরের ক্ষতি হয় ৷

ডাক্তারদের কথায়, পেন কিলার খেলে সাময়িকভাবে ব্যথা কমে গেলেও, এর ক্ষতি বেশিমাত্রায় হয় ৷ ডাক্তারদের কথায়, বেশিমাত্রায় পেন কিলার সেবন করলে লিভারে সমস্যা হতে পারে ৷ এমনকী, শ্বাস-কষ্ট, হৃদরোগেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ৷ বেশিমাত্রায় পেন কিলার খেলে শরীরের থেকে গ্লুকোজের মাত্রা কমে যায় ৷ এর ফলে সব সময়ই দুর্বল মনে হতে পারে ৷ শুধু তাই নয়, পেন কিলারের ফলে স্মৃতিশক্তিও কমে যাওয়ার সম্ভাবনা থাকে ৷ তাই শরীর খারাপ হলে ডাক্তারদের পরামর্শই নেওয়া উচিত৷

পাঠকের মতামত

Comments are closed.