178630

গাড়ি বা বাইকের কোথাও তুবড়ে গেছে? চিন্তা নেই হাতের কাছেই রয়েছে সমাধান।

রাস্তায় ছোটখাটো দুর্ঘটনার সম্মুখীন হয়ে,গাড়ি বা বাইকের বডির কোনও অংশ তুবড়ে যাওয়া বা গর্তের মতো হয়ে যাওয়া স্বাভাবিক।সাধারণত সার্ভিসিং সেন্টারে নিয়ে গিয়ে এই জাতীয় গর্ত বা ডেন্ট ঠিক করাতে বিপুল খরচ হয়।

কিন্তু জানেন কী, বাড়িতে অত্যন্ত সহজে গাড়ির বডিতে তৈরি হওয়া এই জাতীয় গর্ত মেরামত করে ফেলা সম্ভব? জেনে নিন, কী ভাবে।
গাড়ি বিশেষজ্ঞ জে স্মার্ট জানাচ্ছেন, অতি সহজে মাত্র তিনটি ঘরোয়া জিনিস ব্যবহার করে গাড়ির ডেন্ট সারিয়ে ফেলা সম্ভব।

একটি হেয়ার ড্রায়ার, একটি অ্যালুমিনিয়াম ফয়েল এবং কয়েক খন্ড ড্রাই আইস।

প্রথমে হেয়ার ড্রায়ার অন করে গাড়ির ডেন্ট-এর উপরে জোরে গরম হাওয়া ব্লো করুন। খেয়াল রাখবেন, গাড়ি থেকে ড্রায়ারের দূরত্ব যেন অন্তত ৫-৭ ইঞ্চি হয়। মিনিট দশেক এই ভাবে ব্লো করার পরে গর্তের উপরে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিন। তার পর ওই ফয়েলের উপরে ড্রাই আইস ঘষতে থাকুন। কিছু ক্ষণ পরেই একটি পপিং সাউন্ড শুনতে পাবেন। এ বার অ্যালুমিনিয়াম ফয়েলটি তুলে ফেলুন। দেখবেন, গাড়ি একেবারে ঠিক হয়ে গিয়েছে।
জে স্মার্টের ব্যাখ্যা, আসলে হেয়ার ড্রায়ারের গরম হাওয়া, এবং তার পরেই ড্রাই আইস প্রযুক্ত হওয়ার ফলে গাড়ির বডিতে যে সংকোচন প্রসারণ ঘটে, তার প্রভাবেই ডেন্ট ঠিক হয়ে যায়।

পাঠকের মতামত

Comments are closed.