178540

লিখলেন “নিগম” কেস খেলেন “সুদ”, কারন দুজনেই যে “সনু”

একেই বলে নামের বিড়ম্বনা ৷ বিতর্ক তুললেন গায়ক সোনু, আর কেস খেলেন নায়ক সোনু !

গপ্পোটা হল, সোমবার সকাল থেকেই সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে গায়ক সোনু নিগমের ‘আজান’কে নিয়ে ট্যুইট করায় বিতর্কের কেন্দ্র বিন্দুতে উঠে এসেছিলেন সোনু ৷ ফেসবুক, ট্যুইটারে সোনুকে নিয়ে শুরু হয়েছিল ট্রোলও ৷ কিন্তু বেশ কিছু ট্রোল হতে শুরু করল নায়ক সোনু সুদকে নিয়ে ৷ একই নামের জন্য বিনা কারণে ট্রোলের গুতো খেলেন সোনু সুদ৷
লিখলেন সোনু নিগম, কেস খেলেন সোনু সুদ!

শেষমেশ গোটা ব্যাপারটা সামলাতে নিজেই আবার ট্যুইট করে পরিষ্কার করলেন, তিনি সোনু নিগম নয়, সোনু সুদ ৷ সোনু সুদ লিখলেন, ‘নাসা রিসার্চ শুরু করেছে ৷ এই ঘটনায় আমি কীভাবে চলে এলাম ৷ একজন বলল, আর পুরো ব্যাপারটা আমার ওপর ঘুরে এল ৷ কেন? কোথায়? একী হল ? ’

সোমবার সকাল থেকেই বলিপাড়ায় শুরু হল নতুন বিতর্ক ৷ না কোনও নায়ক বা নায়িকাকে নিয়ে নয়, এবার বিতর্কে জড়িয়ে পড়লেন জনপ্রিয় বলিউড গায়ক সোনু নিগম ৷ বিতর্কে জড়ালেন একটি ট্যুইটের মধ্যে দিয়েই ৷

সোমবার সোনু নিগম লিখলেন, ‘মুসলিম নই ৷ তবুও আজান শুনে জাগতে হয় ৷ মন্দির হোক বা গুরুদ্বার, মাইকে ধর্মীয় গান বাজানোর বিরোধিতা করছি !’

সোনু নিগমের এই ট্যুইট ঘিরে গোটা ট্যুইটারে বিতর্কে ঝড় উঠেছে ৷ নানা মহলের মানুষই সোনু নিগমের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ৷

পাঠকের মতামত

Comments are closed.