178394

আজানের শব্দে ঘুম ভাঙে, ক্ষোভ প্রকাশ সোনু নিগমের

তিনি মুসলমান নন। অথচ প্রতিদিন লাউডস্পিকারে আজানের শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এ নিয়ে টুইটারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন গায়ক সোনু নিগম। তাঁর প্রশ্ন, কবে এ দেশে অন্যের ওপর নিজের ধর্ম জোর করে চাপিয়ে দেওয়া বন্ধ হবে।

https://twitter.com/sonunigam/status/853758848133242880?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpananda.abplive.in%2Fentertainment%2Fwhen-will-forced-religiousness-end-in-india-asks-sonu-nigam-on-twitter-328909

সোনুর ফের টুইট, মহম্মদ যখন ইসলাম সৃষ্টি করেন, তখন তো বিদ্যুৎ ছিল না। টমাস আলভা এডিসনের পর থেকেই এই হইচই শুরু হল কেন?

https://twitter.com/sonunigam/status/853760205368078336?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpananda.abplive.in%2Fentertainment%2Fwhen-will-forced-religiousness-end-in-india-asks-sonu-nigam-on-twitter-328909

পরে অবশ্য এ নিয়ে বিতর্ক হতে পারে বুঝতে পেরে ফের আর একটি টুইট করেন সোনু। তাতে লেখেন, মন্দির, গুরুদ্বারেরও উচিত নয় ভোরবেলা আলো জ্বালিয়ে লোকের ঘুম ভাঙানো। তাহলে কেন এমন হচ্ছে? কেন?

https://twitter.com/sonunigam/status/853761583666806784?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpananda.abplive.in%2Fentertainment%2Fwhen-will-forced-religiousness-end-in-india-asks-sonu-nigam-on-twitter-328909

পাঠকের মতামত

Comments are closed.